ভোটারদের কেন্দ্রে প্রবেশে বাধা, আ’লীগ নেতাসহ আটক ২
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, মে ২১, ২০২৪ ১:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, মে ২১, ২০২৪ ১:৪২ অপরাহ্ণ
নাটোর প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়া উপজেলার ফাগুয়ারদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে ভোটারদের ভোটকেন্দ্রে প্রবেশে বাধাসহ হুমকি-ধামকি দেওয়ার অভিযোগে ফাগুয়ারদিয়ার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও বাউয়েট কর্মচারী আবু বাশার নামে দুইজনকে আটক করেছে পুলিশ।তারা আনারস প্রতীকের প্রার্থী শরিফুল ইসলাম শরিফের সমর্থক বলে জানা গেছে।
মঙ্গলবার (২১ মে) বেলা ১১টার দিকে এই দুইজনকে ডিবি পুলিশ হাতেনাতে আটক করে।
জানা যায়, মঙ্গলবার সকালে ভোট শুরু হলে আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম প্রভাব বিস্তার করে ভোটারদের ফাগুয়ারদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রবেশে বাধা প্রদান করে। ভোটারদের হুমকি-ধামকি দিতে থাকে। নিয়মিত পরিদর্শনের সময় ডিবি পুলিশ ঘটনাস্থল থেকে তাদের হাতেনাতে আটক করে। পরে ভাম্যমাণ আদালতের দায়িত্বে থাকা রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার আরাফাত আমান আজিজের কাছে আটক দুইজনকে সোপর্দ করলে তিনি মুচলেকা নিয়ে আটকৃতদের ছেড়ে দেন।
আটকের বিষয়টি নিশ্চিত করে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাছুদুর রহমান বলেন, ভোটারদের বাধা দেওয়ায় ডিবি পুলিশ দুইজনকে আটক করেছে। বিষয়টি নিয়ে পরে বিস্তারিত জানাব।