ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছি: টুকু - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:১৭, শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাবান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছি: টুকু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫ ৭:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫ ৭:২৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছি। বিগত ফ্যাসিবাদ সরকার আমাদের ভোটের অধিকার হরণ করেছে। আমরা বিগত দিনে ভোট দিতে পারিনি। ভোট একটি নাগরিক অধিকার।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলের আশিকপুর এবং পুরোনো বাসস্ট্যান্ডে সিএনজি, অটো টেম্পুর অসহায়, গরিব শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ১৭ বছরে ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে ফ্যাসিবাদী সরকার। তারপরও বিএনপি নেতাকর্মীরা জনগণের সঙ্গে ছিল। দেশে ভোটের রাজনীতি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপি আন্দোলন চালিয়ে যাবে।

সুলতান সালাউদ্দিন বলেন, অনেকেই অনেক কথা বলছে সংস্কার আগে না নির্বাচন আগে। আমরা বলতে চাই, সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। এটি চলতেই থাকবে। নির্বাচন জনগণের অধিকার। জনগণ পছন্দের মতো একটি সরকার প্রতিষ্ঠিত করবে। এই দেশের মালিক হচ্ছে দেশের জনগণ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু, জেলা যুবদলের আহ্বায়ক রাশেদুল আলম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সৈয়দ শহিদুল আলম টিটু প্রমুখ।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ