ভোট চুরি করে কেউ ক্ষমতায় থাকতে পারে না: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জুন ১৫, ২০২৪ ১২:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জুন ১৫, ২০২৪ ১২:১৫ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ভোট চুরি করে কেউ ক্ষমতায় থাকতে পারে না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ১৯৯৬ সালে খালেদা জিয়ার পদত্যাগ সেটা প্রমাণ করে বলে মন্তব্য করেছেন তিনি।
শনিবার (১৫ জুন) সকালে গণভবনে কৃষক লীগের তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে সরকারপ্রধান এসব কথা বলেন।
বিএনপির মুখে ভোটাধিকারের কথা শুনলে হাসি পায় জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানই প্রথম মানুষের ভোটাধিকার হরণ করেন।
বিএনপি শুধু ক্ষমতায় থাকাকালে নয়, বিরোধী দলে থাকাকালেও আন্দোলনের নামে গাছ কেটেছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগই দেশে প্রথম বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে বলে দাবি করেন তিনি।
জনতার আওয়াজ/আ আ
