ভোলার চরফ্যাশনে দুই যুবদল নেতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, অক্টোবর ৩১, ২০২৩ ৮:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, অক্টোবর ৩১, ২০২৩ ৮:৩০ অপরাহ্ণ

ভোলা প্রতিনিধি
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভ‚ষণ থানা যুবদল নেতা মো. বেলায়েত হোসেন খলিফা (৪০) ও মো. সেলিম হাওলাদার (৩৮) কে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে তাদেরকে চরফ্যাশন আদালতে সোর্পদ করা হয়েছে। আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেন। এর আগে গতকাল সোমবার সন্ধায় শশীভ‚ষণ থানার ওসি মু. এনামুল হকের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ তাদেরকে গ্রেফতার করা হয়।
শশীভ‚ষণ থানার অফিসার ইনচার্জ মু. এনামুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, তদন্তধীন একটি মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। মামলা নং-০৭/২০২৩ইং। দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
তবে তাদেরকে যে মামলায় আদালতে পাঠানো হয়েছে ওই মামলার বাদী আঃ ছাত্তার বলেন, আমার মামলায় ৩/৪ জন আসামী, বেলায়েত ও সেলিম নামের কাউকে আমি চিনি না এবং তারা আমার মামলার আসামী নয়।
এদিকে পুলিশ তাদেরকে গ্রেফতারের ঘটনায় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও চরফ্যাশন-মনপুরার মাটি, মানুষের নেতা মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, মামলা, হামলা ও গ্রেফতার চালিয়ে যুবদল নেতাদের দমানো যাবে না। তিনি যুবদল নেতা বেলায়েত ও সেলিমের মুক্তির দাবী জানান।
জনতার আওয়াজ/আ আ
