ভ্যানচালকদের সঙ্গে নিয়ে ইবি ফটোগ্রাফিক সোসাইটির ইফতার - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:০৭, সোমবার, ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভ্যানচালকদের সঙ্গে নিয়ে ইবি ফটোগ্রাফিক সোসাইটির ইফতার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ৯, ২০২৫ ১০:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ৯, ২০২৫ ১০:১৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ভ্যান চালক এবং ক্যাম্পাসের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে ইসলামিক ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি (আইইউপিএস)। রবিবার (৯ মার্চ) ৮ রমজান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে এই আয়োজন করে সংগঠনটি।

এসময় সংগঠনটির সভাপতি মো. সালাউদ্দিনের সভাপতিত্বে অতিথি হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি তাজমুল জায়িম, তারুণ্যের সভাপতি আমিনুল ইসলাম, সিওয়াইবি ইবি শাখার সভাপতি ত্বকি ওয়াসিফ, সাধারণ সম্পাদক নেয়ামতুল্লাহ মুনিম, তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি খায়রুজ্জামান খান সানি, গ্রীন ভয়েসের সভাপতি ইমতিয়াজ মাহমুদ ইমনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন ক্যাম্পাসে দশের অধিক ভ্যানচালক এবং সংগঠনের সদস্যবৃন্দ।

আয়োজন সম্পর্কে ফটোগ্রাফি সোসাইটির সভাপতি মো. সালাউদ্দিন বলেন, ‘আজকে ইসলামিক ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটির পক্ষ থেকে ক্যাম্পাসের অন্যান্য সংগঠনের প্রতিনিধি এবং ক্যাম্পাসের ভ্যানওয়ালা মামাদের সাথে একই কাতারে ইফতার করতে পেরে আমরা খুবই আনন্দিত। এই পবিত্র মাসে আমরা যাতে পাপ মোচন করে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারি এই দুআ করি।’

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ