ভ্যালেন্টাইনের কবিতা : ভালোবাসা, অস্তিত্বের স্মারক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ৯:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ৯:০৪ অপরাহ্ণ
শহীদুল্লাহ ফরায়জী
ভালোবাসা, চিরকালের সত্য
ভালোবাসা, অনন্ত যাত্রার দৃশ্যপট
ভালোবাসা, নিজের সঙ্গে নিজের বোঝাপড়া
ভালোবাসা, মহৎ সার্থকতা, নিষ্পাপ পবিত্রতা।
ভালোবাসা, আবেগের প্রস্তাবনা, নিষিদ্ধ বৃক্ষ
ভালোবাসা, আত্মার বসন্ত, জীবনের শুদ্ধতা
ভালোবাসা, শ্রেষ্ঠ অপার্থিব উপকরণ
ভালোবাসা, প্রাণের জীবনদর্শন
ভালোবাসা, অসম্ভবের আয়োজন।
ভালোবাসা, অস্তিত্বের তাৎপর্য
ভালোবাসা, মহত্বের মাধুর্য
ভালোবাসা, বিশ্বাসের অনুভূতি,
ভালোবাসা, চৈতন্যর অভিজ্ঞান,
ভালোবাসা, সকল প্রাণের শিকড়
ভালোবাসা, অনিঃশেষ এবং অবিনশ্বর।
ভালোবাসা, অনবরত সংলাপ
ভালোবাসা, সঙ্গীতের মুখরতা
অসত্যের মাঝে সত্য,
ভালোবাসা, জীবনের কাকলি,
নিরানন্দের মাঝে আনন্দ।
ভালোবাসা, সত্যর অন্বেষণ,
সীমাহীন নৈতিক বিধান
ভালোবাসা, রহস্যের আবর্তন
ভালোবাসা, বিধাতার প্রেম,
পরমাত্মার সঙ্গে আত্মার মিলন,
অপরিমেয় আনন্দের উপঢৌকন।
ভালোবাসা, চিত্তলোকের ভাষা,
জন্মের সত্যতা,
ভালোবাসা, জীবনযাত্রার প্রচণ্ডতা,
অনন্তরূপে নবীনানন্দ-বেদনা উল্লাসের অভিব্যক্তি,
ভালোবাসা, প্রার্থনার উপলব্ধি,
সমস্ত চরাচরের বিপুল শক্তি।
ভালোবাসা, মৃত্যুর চেয়েও মহিমান্বিত
ভালোবাসা, অস্তিত্বের স্মারক।
১৪ ফেব্রুয়ারি, ২০২৪
faraizees@gmail.com