মইনীয়া যুব ফোরাম চট্টগ্রাম মহানগর’র মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, মার্চ ১৩, ২০২২ ১২:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, মার্চ ১৩, ২০২২ ১২:৪০ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদকঃ গত ১১ ই মার্চ শুক্রবার বিকেলে নগরীর কাপাসগোলার মাইজভান্ডার মঞ্জিল চট্টগ্রামে মইনিয়া যুব ফোরাম চট্টগ্রাম মহানগর শাখার আয়োজনে এক মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সুপ্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মইনিয়া যুব ফোরাম এর প্রতিষ্টাতা মুর্শিদ কেবলা সায়্যিদ সাইফুদ্দীন আহমেদ আল-হাসানী,ওয়াল-হোসাইনী,আল-মাইজভান্ডারী মাদ্দাজিল্লুহুল আলী।
প্রধান অতিথির বক্তৃতায় শাহসূফি সাইয়্যিদ সাইফুদ্দীন আহমেদ আল-হাসানী, ওয়াল-হোসাইনী, আল-মাইজভান্ডারি (মা.জি.আ) বলেন, মইনিয়া যুব ফোরাম সেচ্ছাসেবী সংগঠন হিসেবে জাতীয় পযার্য়ের শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড -২০২০ পুরুষ্কারে ভূষিত হয়। এই ধারা অব্যাহত রাখতে প্রত্যেকটি সদস্যদেরকে আরো দক্ষতার সাথে কাজ করার জন্য নির্দেশ প্রদান করেন এবং পদবীতে যারা আছেন তারা যেনো নেতা না হয়ে তৃণমূল পর্যায়ে তৃণমূল কর্মীদের সাথে যোগাযোগ বৃদ্ধি করাসহ প্রত্যেক টি কমিটি গুলো কে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসার জন্য বলেন।
উক্ত সভায় সভাপতিত্ব করেন আনজুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারীয়া চট্টগ্রাম মহানগর এর সাংগঠনিক সম্পাদক খলিফা জসিম উদ্দিন ভূঁইয়া। উক্ত সভায় মইনিয়া যুব ফোরাম চট্টগ্রাম মহানগর এর সভাপতি নোমান উদ্দিন রাজিব ও সাধারণ সম্পাদক সৈয়দ গিয়াস উদ্দিন রাজিব এর সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন মইনিয়া যুব ফোরাম চট্টগ্রাম মহানগর এর উপদেষ্টা শাহাজাদা সৈয়দ মিজানুর রহমান সানজারি, সহ-সভাপতি হাজী হাসান চৌধুরী, সহ-সভাপতি ফেরদৌস আহমেদ, সহ-সভাপতি তানভির আহমেদ, সহ-সভাপতি জিয়া উদ্দীন লোবান,সহ-সভাপতি কাজী আওরঙ্গজেব চৌধুরী, সহ-সভাপতি সুজন চৌধুরী, সহ-সভাপতি শরীফ উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলী মাইজভান্ডারি, সাংগঠনিক সম্পাদক পাবেল মাহমুদ রনি, সহ সাংগঠনিক সম্পাদক পারভেজ, মোয়াজ্জেম হোসেন, সাংস্কৃতিক সম্পাদক শাহাজাদা মিরাজ, প্রচার সম্পাদক আমিনুর রশিদ, সহ প্রচার সম্পাদক আহম্মদ কবির রবিন, সোহেল চৌধুরী, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক তুষার, তথ্য প্রযুক্তি সম্পাদক খন্দকার আরাফাত, মারুফ, রাকিব সহ মইনিয়া যুব ফোরাম চট্টগ্রাম মহানগর এর নেতৃত্ববৃন্দ আলোচনায়অংশগ্রহণ করেন।
সভায় আলোচকরা প্রত্যেকে চট্টগ্রাম মহানগর মইনিয়া যুব ফোরাম কে সাংগঠনিকভাবে একতাবদ্ধ ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
পরর্বতীতে দেশ ও জাতি সমৃদ্ধি কামনা দোয়া মুনাজাত পরিচালনা করেন সভার প্রধান অতিথি সংগঠনের প্রতিষ্ঠাতা শাহসূফি সাইয়্যিদ সাইফুদ্দীন আহমেদ আল হাসানী আল মাইজভান্ডারি (মা.জি.আ)।