মন্ত্রীদের ভাষন শুনে পেট ভরবে না, পেট ভরাতে হলে চাল ডাল তেলের দাম কমাতে হবে - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:০১, রবিবার, ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মন্ত্রীদের ভাষন শুনে পেট ভরবে না, পেট ভরাতে হলে চাল ডাল তেলের দাম কমাতে হবে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ৬, ২০২২ ১২:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ৬, ২০২২ ১২:০১ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

দ্রব্যমুল্যের উর্ধগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার সকালে নবাববাড়ি সড়কে অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, চাল ডাল সোয়াবিন তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্যের উর্ধগতির কারনে মধ্যবিত্ত ও নিন্ম আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে।

বক্তারা বলেন, মন্ত্রীদের ভাষন শুনে আমাদের পেট ভরবে না, পেট ভরাতে হলে চাল ডাল তেলের দাম কমাতে হবে। দ্রব্যমুল্যের লাগাম টেনে ধরা হোক, যাতে মানুষ তাদের দূর্বিসহ অবস্থার হাত থেকে মুক্তি পায়। জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসানের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যানের সঞ্চালনায় আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, সাবেক এমপি ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি হেলালুজ্জামান তালুকদার লালু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডঃ এ কেএম সাইফুল ইসলাম, ফজলুল বারী তালুকদার বেলাল, আলী আজগর তালুকদার হেনা, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি সাজিদ হাসান বাবু প্রমুখ।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ