মফস্বলের এই ছেলেটি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে সারা বিশ্বকে ঐক্যবদ্ধ করেছে
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জুলাই ২০, ২০২৩ ১২:২০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জুলাই ২০, ২০২৩ ১২:২০ পূর্বাহ্ণ

মেঘনা আলম
সে হিরো আলম হোক কিংবা বাংলাদেশের অন্য কোনো নাগরিকই হোক তাতে কিছু যায় আসে না। তার অধিকার আছে। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে নিজ অধিকার প্রয়োগের জন্য তাকে জনসমক্ষে অত্যাচার করার অনুমতি পৃথিবীর কাউকেই দেওয়া হয় নি।
মফস্বলের এই ছেলেটি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে সারা বিশ্বকে ঐক্যবদ্ধ করেছে। এভাবেই হিরো তৈরি হয়, যদি না হিরো জন্মগত কিছু হয়ে থাকে।
It doesn’t matter whether he’s hero Alom, or any other citizen of Bangladesh. He has rights & no one in the world is allowed to torture him in public for exercising his right as a citizen of Bangladesh.
Look, the small town guy has united the whole world to speak against injustice. That’s how a hero is made, if not born!
লেখক: মিস আর্থ বাংলাদেশ ২০২০ বিজয়ী। ফেসবুকে ইংরেজিতে পোস্ট করা ।

জনতার আওয়াজ/আ আ
