ময়মনসিংহে আইডিইবির ইফতার মাহফিলে-২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫ ৮:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫ ৮:১৩ অপরাহ্ণ

আনিসুর রহমান ফারুক, ময়মনসিংহ :
ময়মনসিংহে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর দোয়া ও ইফতার মাহফিলে সংগঠনের দুই সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়েছে। এতে পিডিবির সাবেক নির্বাহী প্রকৌশলী সানোয়ার হোসেনকে আহবায়ক এবং প্রকৌশলী শামসুল আলম উজ্জলকে সদস্য সচিব নির্বাচিত করা হয়।

মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ সংলগ্ন আইডিইবি’র কার্যালয়ে ইফতার পূর্ব এক সাংগঠনিক সভায় উপস্থিত প্রকৌশলীদের কন্ঠভোটে এই কমিটি সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় ময়মনসিংহ জেলার সরকারি ও বেসরকারী পর্যায়ের প্রায় দুই শতাধিক প্রকৌশলী উপস্থিত ছিলেন।
এতে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাবেক নির্বাহী প্রকৌশলী মো: বদর উদ্দিন, পিডিবির সাবেক নির্বাহী প্রকৌশলী সানোয়ার হোসেন, প্রকৌশলী সিরাজুল ইসলাম ও শামসুল আলম উজ্জল প্রমূখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের সাবেক প্রকৌশলী মো: ইউনুস আলী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী একেএম জহিরুল হাসান মিল্টন, প্রকৌশলী ইবনে খালিদ, ময়মনসিংহ সিটি করপোরশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: জহিরুল ইসলাম, পিডিবির সহকারি প্রকৌশলী শাহ বীর সিদ্দিকী, শিক্ষা প্রকৌশলের উপসহকারি প্রকৌশলী হাদিদুল ইসলাম শামীম, ডিইএব ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি প্রকৌশলী মো: সাইদুল হাসান খান সোহেল, প্রকৌশলী বোরহান উদ্দিন প্রমূখ।
জনতার আওয়াজ/আ আ
