মানবাধিকার, গণতন্ত্র ও আইনের শাসন উৎসাহিত করতে শক্তিশালী সহযোগিতায় একমত যুক্তরাষ্ট্র-ইইউ - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩১, শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাবান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মানবাধিকার, গণতন্ত্র ও আইনের শাসন উৎসাহিত করতে শক্তিশালী সহযোগিতায় একমত যুক্তরাষ্ট্র-ইইউ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ৮, ২০২৪ ১২:১০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ৮, ২০২৪ ১২:১০ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ট্রান্স-আটলান্টিক অংশীদারিত্বের প্রতি অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়ন। একইসঙ্গে বৈশ্বিক মানবাধিকার, গণতন্ত্র ও আইনের শাসন সমুন্নত ও অগ্রগামী করার গুরুত্বের প্রতি প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। ৭ই জুন ২০২৪ ইউএস-ইইউ হিউম্যান রাইটস কনসালটেন্সে কো-চেয়ার ছিলেন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম বিষয়ক ব্যুরোর সিনিয়র কর্মকর্তা রবার্ট গিলক্রিস্ট এবং মানবাধিকার বিষয়ক ইউরোপিয়ান ইউনিয়নের বিশেষ প্রতিনিধি ওলোফ স্কুগ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। এতে আরও বলা হয়, মানবাধিকারের পক্ষের কর্মীদের সুরক্ষা, আন্তঃদেশীয় নিপীড়ন মোকাবিলার প্রচেষ্টা, লিঙ্গ সমতা ও নারীর অধিকার, বিকলাঙ্গ মানুষের অধিকার, এলজিবিটিকিউ ব্যক্তিদের অধিকার সহ বিভিন্ন ইস্যু উঠে আসে আলোচনায়। আলোচনায় বর্ণবাদ, বৈষম্য, বিদেশি ভীতি এবং অন্যান্য ঘৃণার নিন্দা জানানো হয় এবং এসব নির্মূল করার বিষয় উঠে আসে। আলোচনা করা হয় ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের, কিছু তৃতীয় দেশ সহ সমস্ত অঞ্চলের মানবাধিকার ও তার উন্নয়ন নিয়ে। জাতিসংঘ সহ বহুপক্ষীয় ফোরামে যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে। বিশ্বজুড়ে মানবাধিকার, গণতন্ত্র ও আইনের শাসনকে উৎসাহিত করতে এবং তাকে সুরক্ষিত রাখতে অব্যাহতভাবে শক্তিশালী সহযোগিতা করতে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়ন।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ