মানিকগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন ১৫ পদের ১৩টিতে জাতীয়তাবাদী প্যানেল বিজয়ী - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:২৭, বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রজব, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মানিকগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন ১৫ পদের ১৩টিতে জাতীয়তাবাদী প্যানেল বিজয়ী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২৮, ২০২২ ৩:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২৮, ২০২২ ৩:২৩ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেল বিজয়ী হয়েছে। ১৫টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৩টি পদে জয় পান তারা।
সহ-সাধারণ সম্পাদক ও একটি কার্যকরী সদস্য পদে জয় পেয়েছেন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ।
রোববার সারারাত ভোট গণনা শেষে সোমবার, সকাল ৮টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও মানিকগঞ্জের জ্যেষ্ঠ আইনজীবী আজিজ উল্লাহ।
এর আগে, গতকাল সোমবার সকাল ৯টায় শুরু হয়ে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত পর্যন্ত। মোট ৫৯৩ জন ভোটারের মধ্যে ৫৭৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
জাতীয়তাবাদী প্যানেল থেকে বিজয়ীরা হলেন, সভাপতি-জামিলুর রশিদ খান, সহসভাপতি-হেলাল উদ্দিন আহাম্মেদ, সাধারণ সম্পাদক-এ এফ এম নূরতসজ আলম বাহার, অর্থ সম্পাদক- রেজাউল করিম রাজা ৷ পাঠাগার সম্পাদক- ফারুক মোল্লা, ক্রীড়া সম্পাদক- সালেহ্ আকরাম আজম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক-শাহনাজ পারভীন বাচ্চা, হিসাব নিরীক্ষক-আনোয়ার হোসেন ও জামাল উদ্দিন, কার্যকরী সদস্য-জুয়েলুর রহৃান জুয়েল, সোহেল রানা, জহিরুল ইসলাম ও ইমরান আরেফিন সানি।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com