মানুষ টিসিবির ট্রাকের পেছনে দৌড়াচ্ছে, সরকার উন্নয়নের চমক দেখাচ্ছে : সেলিমা রহমান - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:২৮, বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মানুষ টিসিবির ট্রাকের পেছনে দৌড়াচ্ছে, সরকার উন্নয়নের চমক দেখাচ্ছে : সেলিমা রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৪, ২০২২ ১০:০৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৪, ২০২২ ১০:৩২ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, ‘দেশের মানুষ এক মুঠো চালের জন্য টিসিবির ট্রাকের পেছনে দৌড়াচ্ছে। অথচ সরকার উন্নয়নের চমক দেখানোর বুলি আওড়াচ্ছে। মূলত তারা জনগণের পকেট কেটে আখের গোছাতে ব্যস্ত।’

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

সেলিমা রহমান বলেন, ‘এ দেশে নির্বাচন তখনই হবে, যখন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে। এছাড়া কোনো নীলনকশার নির্বাচন হতে দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘দেশের মানুষ এক মুঠো চালের জন্য ট্রাকের পেছনে পেছনে দৌড়াচ্ছে। অথচ সরকার উন্নয়নের চমকের কথা বলছেন। তারা জনগণের পকেট কাটছেন।’

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘আওয়ামী লীগ বুঝতে পেরেছে তাদের সময় শেষ। আমরা রাজপথে নেমে গেছি। রাজপথেই আপনাদের সঙ্গে দেখা হবে। রাজপথের আন্দোলনের মাধ্যমেই সরকার পতন করে দেশের জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া হবে।’

মানববন্ধন চলাকালে অন্যদের মধ্যে বক্তৃতা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি নেতা আব্দুস সালাম, খায়রুল কবির খোকন, সরফত আলী সপু, আজিজুল বারী হেলাল, সাইফুল আলম নিরব, ডা. রফিকুল ইসলাম, রবিউল ইসলাম খান রবি, মশিউর রহমান বিপ্লব, স্বেচ্ছাসেবক দলের সাইফুল ইসলাম ফিরোজ, মৎস্যজীবী দলের আব্দুর রহিম প্রমুখ।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com