মানুষ সন্ত্রাস, অগ্নিকান্ড, জঙ্গিবাদে ফিরবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জানুয়ারি ২৪, ২০২৩ ৮:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জানুয়ারি ২৪, ২০২৩ ৮:৪০ অপরাহ্ণ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের মানুষ আর অন্ধকারে, মানুষ সন্ত্রাস, অগ্নিকান্ড, জঙ্গিবাদে ফিরবে না। দেশে গড়তে হাসিনার বিকল্প নেই। আর কেউ জঙ্গিবাদে যাবেনা, আপনার দেখেছেন বগুড়ার এক জঙ্গির মায়ের ঘটনা ছেলে জঙ্গির সাথে সম্পৃক্ত ছিলেন তিনি নিজের ছেলেকে র্যাবের কাছে তুলে দিয়েছে। সে আজ নিজের পায়ে দাঁড়িয়ে দেশ গড়তে সহযোগিতা করছে।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) ডালিয়া তিস্তা ব্যারেজ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর আয়োজনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের মাটিতে দাফন করা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের কবর বাংলাদেশ নিয়ে আসার চেষ্ঠা করছি, অচিরে বাংলাদেশ নিয়ে এসে সংরক্ষণ করবো। তারা সবসময় বলে থাকেন বর্ডার ক্লিন (সীমান্তে হত্যা) বন্ধ করবেন। তারপরও তারা করছেন। আমরা দুপক্ষই আন্তরিক এটা বন্ধ করতে। খুব শিগগির আমাদের পরিকল্পনা এটা বন্ধে আমরা সফল হবো। উভয় সীমান্তের সীমান্তরক্ষী বাহিনীর আলোচনা হয়েছে যে আর হত্যা হবে না।
এ সময় আরও বক্তব্যে দেন এম. খুরশিদ হোসেন (বিপিএম) বার, পিপিএম, অতিরিক্ত আইজিপি, (ডিজি র্যাব)। মোতাহার হোসেন সংসদ সদস্য লালমনিরহাট-১, অ্যাড. মতিয়ার রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন কর্ণেল মো. কামরুল ইসলাম পিপিএম, পিএসসি (এডিজি এপস) র্যাব ফোর্সেস সদর দপ্তর, কর্নেল মো. জিয়াউর রহমান তালুকদার, পিএসসি, সিগস, পরিচালক অপারেশর্স উইং, র্যাব ফোর্সেস সদর দপ্তর ঢাকা।
জনতার আওয়াজ/আ আ
