মাহমুদুর রহমান ভাই অত্যন্ত দৃঢ় ব্যক্তিত্বের মানুষ: আসিফ নজরুল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, অক্টোবর ২, ২০২৪ ৮:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, অক্টোবর ২, ২০২৪ ৮:৩৪ অপরাহ্ণ
জনতার আওয়াজ ডেস্ক
মাহমুদুর রহমান ভাই অত্যন্ত দৃঢ় ব্যক্তিত্বের মানুষ। হয়তো এজন্য তিনি সাজা স্থগিতের আবেদন করেন নি বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, মাহমুদুর রহমানের মামলায় বিচার সম্পন্ন হয়েছে এবং তিনি জামিনের জন্য আবেদন করেন নি।
বুধবার (২ অক্টোবর) আসিফ নজরুল নিজের ফেসবুক পেজে একটি ভিডিও বার্তায় এসব কথা বলেন।
তিনি বলেন, মাহমুদুর রহমান একটি মামলায় জামিন নিতে গিয়েছিলেন, কিন্তু সেখানেই তাকে কারাগারে যেতে হয়েছে। এই ঘটনা অনেকের জন্য দুঃখজনক। মানুষ মনে করছেন, ছাত্র-জনতার বিপ্লবের পর সরকারের বিরুদ্ধে লড়াইয়ের অগ্রগামী একজন হিসেবে মাহমুদুর রহমান কেন কারাগারে।
ড. আসিফ বলেন, শেখ হাসিনার সরকার মাহমুদুর রহমানকে ‘ভুয়া মামলায়’ দণ্ডিত করেছে। তিনি বলেন, মাহমুদুর রহমান একটি বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের সূচনা করেছিলেন। এজন্য তাকে নিপীড়ন ভোগ করতে হয়েছে।
আইন উপদেষ্টা বলেন, যে আদালত তাকে সাজা দিয়েছে, সেই আদালতে জামিনের জন্য আবেদন করলে তা সম্ভব। কিন্তু তিনি এখনও ওই আদালতে জামিনের আবেদন করেন নি।
আশা প্রকাশ করে তিনি বলেন, যদি জামিনের আবেদন করেন, তাহলে তার মুক্ত হওয়ার পথ খুলবে এবং তিনি তার দেশপ্রেমের ভিত্তিতে সাংবাদিক হিসেবে কাজ করতে পারবেন।