মা দিবসে ‘রঙ বাংলাদেশ’র বিশেষ আয়োজন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, মে ৬, ২০২৩ ৫:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, মে ৬, ২০২৩ ৫:২৩ অপরাহ্ণ

‘মা’ ছোট্ট একটা শব্দ, তবে বিশাল তার পরিধি। সৃষ্টির সেই আদিলগ্ন থেকে মধুর এই শব্দ শুধু মমতার নয়, ক্ষমতারও যেন সর্বোচ্চ আধার। মার অনুগ্রহ ছাড়া কোনো প্রাণীরই প্রাণ ধারণ করা সম্ভব নয়। তিনি আমাদের গর্ভধারিনী, জননী।
জন্মদাত্রী হিসেবে আমার, আপনার, সবার জীবনে মায়ের স্থান সবার ওপরে। তাই তাকে শ্রদ্ধা, ভালোবাসা জানানোর জন্য একটি বিশেষ দিনের হয়তো কোনো প্রয়োজন নেই। বরং প্রতিটি দিনই মা দিবস। তারপরও আধুনিক বিশ্বে মে মাসের দ্বিতীয় রবিবারটিকে ‘মা দিবস’ হিসেবে পালন করা হচ্ছে।
মা দিবস সামনে রেখে ‘রঙ বাংলাদেশ’ নিয়ে এসেছে তাদের বিশেষ আয়োজন। মায়ের জন্য অনলাইন কেনাকাটায় নির্দিষ্ট পণ্যে ২৫ শতাংশ ছাড়। অফারটি চলবে ৮-১৪ মে ২০২৩ পর্যন্ত।
এই সংগ্রহে আছে যে কোনো বয়সী মায়ের উপযোগী পোশাক। আরও আছে মগ, জুয়েলারি ও নানান উপহার সামগ্রী। ‘রঙ বাংলাদেশ’ এর পোশাকের মূল আয়োজন ছাড়াও আমাদের সাব ব্র্যান্ড হিসেবে শ্রদ্ধাঞ্জলিতেও আছে মা দিবসের বিশেষ আয়োজন।
রঙ বাংলাদেশ এর ঢাকা ও ঢাকার বাইরের যে কোনো আউটলেটেই পাবেন মা দিবস সংগ্রহ। চাইলে ই-কমার্স থেকেও কিনতে পারবেন। আছে হোম ডেলিভারির সুবিধা। আপনার অর্ডার করা ‘রঙ বাংলাদেশ’ এর পণ্য সম্পূর্ণ সুরক্ষায় পৌঁছে যাবে ঘরে।
জনতার আওয়াজ/আ আ
