মিথ্যা মামলায় গাইবান্ধায় ছাত্রদলের সম্পাদকসহ ৬ জন কারাগারে
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মে ২৫, ২০২৩ ৯:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মে ২৫, ২০২৩ ৯:৫৬ অপরাহ্ণ

ডিজিটাল নিরাপত্তা আইনে রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় বুধবার, মে ২৪, ২০২২, গাইবান্ধা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ ৬ নেতাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
এর আগে সোমবার (২২ মে) রাতে তাদের নিজ নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। তারা হলেন- গাইবান্ধা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. তারেকুজ্জামান তারেক, সদর থানা ছাত্রদলের আহ্বায়ক মো. ইমাম হাসান আলাল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইমাম হোসেন দুলাল, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিরাজুজ্জামান রবিন, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম লিপন, যুবদল নেতা মো. কেনান হক্কানি।
জনতার আওয়াজ/আ আ
