মীর কাসেম আলীর ৮ম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০১, বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মীর কাসেম আলীর ৮ম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ৪, ২০২৪ ১০:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ৪, ২০২৪ ১০:১৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সাবেক সদস্য প্রশাসন ও ইসলামী ব্যাংক হাসপাতালের প্রতিষ্ঠাতা শহীদ মীর কাসেম আলীর (রঃ) এর ৮ম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৪টায় আইবিসিএইচএসএল কনসালটেন্ট চত্বরে ইসলামী ব্যাংক হাসপাতাল পরিবারের আয়োজনে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের প্রশাসনিক ইনচার্জ মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুবুল আলম।

এসময় আরও বক্তব্য রাখেন, হাসপাতালের হিসাব কর্মকর্তা শেখ শরিফুল আওয়াল, মার্কেটিং ইনচার্জ আবু হেনা মোস্তফা কামাল বুলবুল, ওয়ার্ড মাস্টার ফিরোজ হোসেন, মার্কেটিং অফিসার আব্দুল হাকিম প্রমুখ। এসময় হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, মীর কাসেম আলী ছিলেন বেকারত্ব দূর করার কারিগর। তিনি দেশের অর্থনীতির চাকা পরিবর্তন করতে ইসলামী ব্যাংকসহ অসংখ্য প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন।

এসময় বক্তারা আরো বলেন, জনগনের আস্থা আছে বলেই এই প্রতিষ্ঠান আজো টিকে আছে।

আলোচনা সভা শেষে মীর কাসেম আলীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, সহকারী অফিসার মোতাসিম বিল্লাহ।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ