মুক্তাগাছায় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫১, বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মুক্তাগাছায় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, নভেম্বর ৪, ২০২৪ ৭:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, নভেম্বর ৪, ২০২৪ ৭:৫৭ অপরাহ্ণ

 

আনিসুর রহমান ফারুক, ময়মনসিংহ :

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা দাওগাঁও ইউনিয়নের সমাজ কল্যাণ মুসলিম (এস কে এম) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুল হকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকগণ।ভিক্ষুভের সময় মানববন্ধনকারী শিক্ষার্থীদের সাথে প্রধান শিক্ষকের লোকজনের হাতাহাতির ঘটনাও ঘটে। এ বিষয়ে দশম শ্রেণীর শিক্ষার্থী মাহফুজ বলেন আমরা দুর্নীতিগ্রস্থ শিক্ষকের বিচার চাই যতক্ষণ পর্যন্ত তাকে অপসারণ না করা হবে ততক্ষণ আমাদের আন্দোলন চলবেই।

দশম শ্রেণীর অপর শিক্ষার্থী রাদিয়ান বলেন, আমরা সব সম ফরম ফিলআপ ভর্তি ফিস ও রেজিস্ট্রেশন ফিস বেশি দেই অতিরিক্ত টাকা কোন খাতে খরচ করে তা এখনো পরিষ্কার করে না আমরা তার অপসারণ চাই।স্কুলের সাবেক ছাত্রী লাইলী আক্তার বলেন ,আমরা কিছু বলতে গেলেই খারাপ আচরণ করেন মেয়েদেরকে অশ্লীল কথাবার্তাও বলেন ফজলু স্যার আমরা তার অপসারণ চাই।

ছাত্র অভিভাবক স্থানীয় ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল ভাসানী আকন্দ বলেন, তিনজন শিক্ষক ও তিনজন কর্মচারী নিয়োাগ দিয়ে প্রধান শিক্ষক প্রায় ৪০ থেকে ৪৫ লক্ষ টাকা পকেটে নিয়েছেন এই টাকার হিসাব চাই, কোন খাতে খরচ করেছে তাকে দেখাতে বলেন দেখাতে না পারলে অপসারণ করতে হবে। উন্নয়নের নামে এই ফিস সেই ফিস দুইদিন পরপর তার টাকা দরকার।

প্রধান শিক্ষক ফজলুল হক বলেন আমি অনলাইন একটি মিটিংয়ে আছি পরে সাক্ষাতে কথা বলবো। এটাই আমার বক্তব্য দিয়ে দেন।

উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম বলেন,এ বিষয়ে একটি অভিযোগ এসেছে আজকের ঘটনা শুনেছি শিক্ষা অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ