মুক্তিযোদ্ধা বিচারপতি মীর হাসমত আলীসহ ১০জনকে স্বাধীনতা সম্মাননা স্মারক প্রদান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, মার্চ ১৮, ২০২৩ ১০:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, মার্চ ১৮, ২০২৩ ১০:১৪ অপরাহ্ণ

বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি এস এম মজিবুর রহমান বলেন, স্বাধীনতার ৫২ বছর পার হতে চলেছে, কিন্তু আজও আমরা স্বাধীনতার সুফল শতভাগ পাইনি। বঙ্গবন্ধুর সোনার বাংলা করতে গেলে সোনার মানুষকে সৃষ্টি করতে হবে। প্রতিটি ক্ষেত্রে যেভাবে দুর্নীতি ও দুবৃত্তায়ন চলছে সেখানে সোনার মানুষ খুঁজে পাওয়া কষ্টসাধ্য হয়ে দাড়িয়েছে। শুধু উন্নয়নের মাইলফলক দেশের গণতন্ত্রর জন্য রক্ষা কবজ নয়। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করাও গণতন্ত্রের অন্যতম কাজ বলে তিনি মন্তব্য করেন।
১৮ মার্চ, ২০২৩ শনিবার বিকাল ৫.৩০ মিনিট পুরানা পল্টনের ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তন, অনন্যা সোস্যাল ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতার ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সম্মাননা প্রদান ও বাংলাদেশ টেলিভিশন, চলচ্চিত্র শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের উপদেষ্টা নুরের নবী ভূইয়াঁ রাজুর সভাপতিত্বে ও মোঃ মঞ্জুর হোসেন ঈসার সঞ্চালনায় সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মীর হাসমত আলী, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাগ্রত সেবা কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট লায়ন নাজনীন সুলতানা লুনা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বি এম আক্কাস আলী,আবুল হোসেন আজাদ,কবি অশোক ধর, মো. খোরশেদ আলম, মো.নজরুল ইসলাম, এনডিপির প্রেসিডিয়াম সদস্য নাজমুন নাহার মিনতি,বিশিষ্ট লেখক ও গবেষক জয়শ্রী দাস,কবি আনোয়ারা বেগম,স্বাগত বক্তব্য রাখবেন সংগঠনের সভাপতি মুজিবুর রহমান খোকন। অনুষ্ঠানে কথাসাহিত্যিক জয়শ্রী দাসের উপন্যাস দেশ ও একটি জঠরের মৃত্যু, সোহেলি মল্লিকের চন্দ্রপ্রভা এবং আনোয়ারা আশার চৌকাঠ ডিঙিয়ে তিনটি বইয়ের মোড়ক উন্মোচিত হয়।
অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য মাননীয় বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মীর হাসমত আলীকে আজীবন স্বাধীনতা দিবস সম্মাননা স্মারক, সমাজসেবায় জাগ্রত সেবা কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট লায়ন নাজনীন সুলতানা লুনা, সাহিত্যে কথাসাহিত্যিক জয়শ্রী দাস, কবিতায় সোহেলি মল্লিক, আনোয়ারা বেগমকে স্বাধীনতা দিবস সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনন্যা সোস্যাল ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ধুমপান ও মাদক বিরোধী সংগঠন। এ সংগঠন দীর্ঘদিন যাবত সমাজ উন্নয়নমূলক কর্মকান্ডসহ শিক্ষা, স্বাস্থ্যসহ মাদক বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখে আসছে। তাছাড়াও সংগঠনটি নিয়মিতভাবে ধুমপান বিরোধী, এইচআইভি/এইডস প্রতিরোধে সভা, সেমিনার, সিম্পোজিয়াম করে আসছি।
জনতার আওয়াজ/আ আ
