মুন্সিগঞ্জ, চট্টগ্রাম উত্তর, দিনাজপুর ও চাঁদপুর জাসাসের নতুন কমিটি - জনতার আওয়াজ
  • আজ রাত ২:০৪, শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাবান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মুন্সিগঞ্জ, চট্টগ্রাম উত্তর, দিনাজপুর ও চাঁদপুর জাসাসের নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২৮, ২০২২ ১২:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২৮, ২০২২ ১২:৫৯ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

মুন্সিগঞ্জ, চট্টগ্রাম উত্তর, দিনাজপুর ও চাঁদপুর জেলা শাখার জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়। জাসাসের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান ও সদস্যসচিব জাকির হোসেন রোকন এ কমিটি অনুমোদন করেছেন।

বিবৃতিতে বলা হয়, প্রতিটি জেলায় সাংগঠনিক টিম সরেজমিনে কর্মীসভা করে ও স্থানীয় পর্যায়ের নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটির কাছে প্রস্তাবনা উপস্থাপন করলে চারটি সাংগঠনিক জেলার কমিটি অনুমোদন করা হয়।

মুন্সিগঞ্জ জেলা: হাসান জাহাঙ্গীরকে আহ্বায়ক ও মো. আশরাফ উদ্দিন খান আসুকে সদস্য সচিব করে মুন্সিগঞ্জ জেলা শাখা জাসাসের ৬৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

চট্টগ্রাম উত্তর: কাজী মো. সাইফুল ইসলাম টুটুলকে সভাপতি ও মো. আশরাফউল্লাহকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম উত্তর জেলা শাখায় ৯৭ সদস্য বিশিষ্ট জাসাসের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

দিনাজপুর জেলা: মো. আখতারুজ্জামান আখতারকে অহ্বায়ক ও মো. হুমায়ুন কবির আনাফকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট দিনাজপুর জেলা শাখা জাসাসের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

চাঁদপুর জেলা: এমদাদুল হক মিলনকে অহ্বায়ক, মোবারক হোসেন সিকদারকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মাইনুল হক জীবনকে সদস্যসচিব করে ৫৩ সদস্য বিশিষ্ট চাঁদপুর জেলা শাখা জাসাসের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ