মৃত্যুর আবাদ : শহীদুল্লাহ ফরায়জী - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:২৯, বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মৃত্যুর আবাদ : শহীদুল্লাহ ফরায়জী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ৩, ২০২৪ ২:১০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ৩, ২০২৪ ২:১১ পূর্বাহ্ণ

 

এই বাংলায় কেবল
মৃত্যুর আবাদ হয়
বিস্তীর্ণ শস্য ক্ষেত্রে,
কেবল মৃত্যুর চাষ হয়
ব্যাপক ফলনের মত।

প্রতিবাদের মিছিলে যাঁরা দু’হাত পেতে
মৃত্যুকে আমন্ত্রণ জানায়
নিঃসঙ্ঙ্কচিত্তে জীবন বিসর্জন দেয়
তাঁদের ভয় দেখাবার
এমন কোনো অস্ত্র নেই
পৃথিবীর কোন অস্ত্রাগারে !

বাঁচার জন্য যারা
লড়াই করে
তাঁদের জন্য দৈনিক মৃত্যু বরাদ্দ,
দেহ টুকরো টুকরো আর
মস্তক ছিন্ন করে,
পদ্মা মেঘনা যমুনা
রক্তে ভাসিয়ে দিয়ে
সন্তুষ্টি নিয়ে প্রাতরাশে বসে ওরা!

এই বাংলায়
রক্তে সোনা ফলে,
রক্ত রসদ যোগান দেয়।

পাখি হত্যা নিষিদ্ধ
অথচ পাখির মত
মানুষ হত্যা করা হয়
হায়! মুক্তিযুদ্ধের বাংলাদেশে ।

faraizees@gmail.com

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com