মেক্সিকোতে ফুটবল সমর্থকদের মারামারি, নিহত- ১৭ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৫৫, রবিবার, ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মেক্সিকোতে ফুটবল সমর্থকদের মারামারি, নিহত- ১৭

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ৬, ২০২২ ১২:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ৬, ২০২২ ১২:০৪ অপরাহ্ণ

 

ডেস্ক রিপোর্ট

মেক্সিকোতে দুই ফুটবল ক্লাবের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৭ জন মারা গেছে বলে জানা গেছে।

গতকাল শনিবার (৫ মার্চ) মেক্সিকোর ফুটবল ক্লাব কোয়ারেতারতো ও আটলাসের ম্যাচ চলাকালীন সময়ে সংঘর্ষে জড়ান দল দুটির সমর্থকরা।

শুরুতে আটলাসের এক গ্রুপকে আক্রমণ করেন কোয়ারেতারতো সমর্থকরা।

এক পর্যায়ে তারা মাঠে ঢুকে পড়েন। মাঠে ঢুকেও প্রতিপক্ষের সমর্থকদের আঘাত করেন কোয়ারেতারতো সমর্থকরা। তাদের কারো কারো হাতে ছুরিও দেখা গেছে। এক পর্যায়ে নিরাপত্তাকর্মীরা তাদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন।

এ ঘটনায় ১৭ জন নিহত হন। এরমধ্যে ২২ জনকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে।

এই ঘটনার পর মেক্সিকান লিগের শনিবারের সব খেলা স্থগিত করার ঘোষণা দেয়া হয়েছে। ওই ঘটনার সত্যতা স্বীকার করেছেন মেক্সিকান লিগের নির্বাহী প্রেসিডেন্ট মাইকেল আরিওলা পেনালোসা। তিনি জানিয়েছেন, দোষী ব্যক্তিদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ