মেট্রোরেলের প্রকৌশলী নিখোঁজ নাকি আত্মগোপনে, চলছে তদন্ত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ৬:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ৬:৫৭ অপরাহ্ণ

রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে শাহরিয়ার কবির নামের এক প্রকৌশলী নিখোঁজ হয়েছেন নাকি আত্মগোপনে গিয়েছেন, সেটির সুরাহা হয়নি। পরিবারের কাছ থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, প্রেমের কারণে পরিবারের প্রতি অভিমান করে তিনি আত্মগোপনে গিয়েছেন। তবে এর বাইরে আরও কয়েকটি বিষয়কে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
শাহরিয়ার নিখোঁজ উল্লেখ করে গতকাল সোমবার শাহরিয়ারের মা রাশিদা আকতার তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেখানে বলা হয়, শাহরিয়ার মেট্রোরেলের এমআরটি লাইন-৬ প্রকল্পের প্রকৌশলী হিসেবে কর্মরত। তিনি রোববার বিকেলে অফিস থেকে বেরিয়ে নিখোঁজ হন।
জনতার আওয়াজ/আ আ
