যুক্তরাজ্যে বসবাসরত জাবি’র প্রাক্তন ছাত্রছাত্রীদের সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, ফেব্রুয়ারি ২৮, ২০২২ ৪:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, ফেব্রুয়ারি ২৮, ২০২২ ৪:১৮ অপরাহ্ণ
স্টাফ করেসপন্ডেন্ট
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ২৭ ফেব্রুয়ারি রিজেন্টলেক বেঙ্কুইটিং হলে মিলিত হয়েছিলো যুক্তরাজ্যে বসবাসরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রছাত্রীরা। মহান ভাষার মাসে আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ১ম ব্যাচের ছাত্র বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ খিজির। ইতিহাস বিভাগের ১৪ তম ব্যাচের ছাত্র মোঃ শহীদুল ইসলামের সঞ্চালনায়, আগতদের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সূচনা করেন চৌধুরী নিয়াজ মাহমুদ লিঙ্কন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন গণিত ১৮ তম ব্যাচের ছাত্র ফারুক আহমেদ।
সুবর্ণজয়ন্তী কে সামনে রেখে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ইতিহাস ৬ ব্যাচের ছাত্র মোহাম্মদ হারুনুর রশীদ। দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, সরকার ও রাজনীতি ১ম ব্যাচের ছাত্র ডঃ মোঃ সাবের শাহ, অর্থনীতি ১৪ তম ব্যাচের আব্দুর রহমান মিঠু, পরিসংখ্যান ১৬ তম ব্যাচের হাবিবে আলম চৌধুরী, নাটক ও নাট্যতত্ত্ব ১৬ তম ব্যাচের সীনা আকন্দ, অর্থনীতি ১৮ তম ব্যাচের সিকান্দার আলী সিকো, ব্যবসা প্রশাসন ২১ তম ব্যাচের আনিসুর রহমান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ২৩ তম ব্যাচের মোঃ জুলফিকার আলী, প্রত্নতত্ত্ব ২৯ তম ব্যাচের ছাত্র অধ্যাপক মিজানুর রহমান জামী, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ২৯ তম ব্যাচের ছাত্র ডঃ মোঃ রুহুল আমিন খন্দকার।
এরপর উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে উন্মুক্ত প্রস্তাবনার মাধ্যমে, গণতান্ত্রিক পদ্ধতিতে সুবর্ণজয়ন্তী উৎযাপন কমিটি নির্বাচন করা হয়। বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ খিজির কে প্রধান উপদেষ্টা করে একটি উপদেষ্টা পরিষদ গঠিত হয়। অন্যান্য উপদেষ্টারা হলেন মোঃ ইকবাল হোসেন (৬ ব্যাচ), মুহাম্মদ হারুনুর রশীদ (৬ ব্যাচ), ডঃ মোঃ সাবের শাহ্ (৮ ব্যাচ), আসমা শাহ্ (১০ ব্যাচ), রানা ইসলাম (১৪ ব্যাচ), মোঃ শহীদুল ইসলাম (১৪ ব্যাচ)।
অর্থনীতি ১৪ তম ব্যাচের ছাত্র জহির মুহাম্মদ উদ্দিন কে আহবায়ক ও ২৫ তম ব্যাচের ইতিহাস বিভাগের ছাত্র পারভেজ মল্লিককে সদস্য সচিব সর্বসম্মতি ক্রমে নির্বাচিত করা হয়। যুগ্ম আহবায়ক হিসেবে আব্দুর রহমান মিঠু(১৪), ওয়াকারুল আমিন রনি (১৭), ফারুক আহমেদ (১৮) মোঃ নিয়াজ উদ্দিন (১৯), আনিসুর রহমান (২১), আসমা পারভিন মুক্তা(২১), চৌধুরী নিয়াজ মাহমুদ লিঙ্কন (২২), আলিম আল রাজী (২২) এর নাম সর্বসম্মতি ক্রমে গৃহীত হয়। অর্থ উপকমিটির আহবায়ক হাবিবে আলম চৌধুরী (১৬), সদস্য সচিব সৈয়দ ইফতেখার (২৬), দপ্তর উপকমিটির আহবায়ক মতিয়ার রহমান মতিন(১৯) এবং প্রকাশনা উপকমিটির আহবায়ক নির্বাচিত হন মনির মোহাম্মদ জামান (২২)।
আগামী ২ সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ উৎযাপন উপকমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
আলিম আল রাজী ও মাহবুবা নাজরীনা জেবিনের পরিচালনায়, শিশু শিল্পী আরওয়া আনোরা রশিদ এর সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয়। সঙ্গীতশিল্পীদের গানের সাথে নেচে গেয়ে আনন্দে মেতে উঠেন প্রাক্তনরা। জাহাঙ্গীরনগরের মুক্তমঞ্ছে পরিণত হয় রিজেন্টলেক বেঙ্কুইটিং হল।
আরো উপস্থিত ছিলেন রুবিনা আক্তার রেখা (১৫), নজরুল ইসলাম (১৫), আশরাফুল আলম(১৮), মোহাম্মদ মহিউদ্দিন টিপু (২২), সাইদ উদ্দিন আহমাদ (২২), ফারহানা ইয়াসমিন(২৫), মুশফিকুর রহমান ভুঁইয়া (২৬), বুলবুল আহমেদ (৩০) মোঃ শফিকুজ্জামান চৌধুরী (৩০), মোহাম্মদ রায়হানুর রহমান (৩০), তানজিম মাহবুব (৩৪), সাহাদাত হোসেন (৪১)।