যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূতের বিরুদ্ধে মামলা করছেন দুদকের আইনজীবী - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৩৪, বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূতের বিরুদ্ধে মামলা করছেন দুদকের আইনজীবী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ৮, ২০২৪ ৪:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ৮, ২০২৪ ৪:৪৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশীদ আলম খান বৃহস্পতিবার বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূত পিটার হাসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চেয়ে বলেছেন, নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মামলা সংক্রান্ত তার বক্তব্য আদালত অবমাননার শামিল।

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘বাংলাদেশের শ্রম আইন না জেনে ও না বুঝে একজন বিদেশি রাষ্ট্রদূত আমাদের দেশে বসে এ ধরনের মন্তব্য করতে পারেন না ‘

ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলাগুলো বাংলাদেশের শ্রম আইনের অপব্যবহারের উদাহরণ হতে পারে বলে এর আগে মন্তব্য করেছিলেন পিটার হাস। মার্কিন দূতাবাস একটি বিবৃতি জারি করেছে যেখানে হাস বলেছেন যে, ইউনূস এবং তার সহকর্মীদের বিরুদ্ধে চলমান মামলাগুলির অগ্রগতি যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। রাষ্ট্রদূত উদ্বেগ প্রকাশ করেন যে, এসব মামলা বাংলাদেশের শ্রম আইনের অপব্যবহারের উদাহরণ হতে পারে।

উল্লেখ্য, শ্রমিকদের অর্থ লোপাট, কল্যাণ তহবিলের অর্থ আত্মসাৎ এবং সহযোগী অন্যান্য প্রতিষ্ঠানে অর্থ স্থানান্তর করা। এমন গুরুতর সব অভিযোগে দেশব্যাপী ১৬৮টি মামলা রয়েছে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ