যুগ্ম-মহাসচিব এ্যানীর সঙ্গে নোয়াখালী বিএনপির নেতাকর্মিদের সৌজন্য সাক্ষাত - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:৩০, বুধবার, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই শাবান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যুগ্ম-মহাসচিব এ্যানীর সঙ্গে নোয়াখালী বিএনপির নেতাকর্মিদের সৌজন্য সাক্ষাত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ১৯, ২০২৪ ৯:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ১৯, ২০২৪ ৯:৪২ অপরাহ্ণ

 

নোয়াখালী প্রতিনিধি
বিএনপির নবনির্বাচিত যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর সঙ্গে নোয়াখালী বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মিরা সৌজন্য সাক্ষাত করেছেন।

বুধবার (১৯ জুন) রাতে লক্ষীপুরের গোডাউন রোডের বসির ভিলায় এই সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। পরে নোয়াখালীর নেতাকর্মিরা বিএনপির যুগ্ম-মহাসচিব নির্বাচিত হওয়ায় শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে ফুল দিয়ে অভিনন্দন জানান এবং তাকে নোয়াখালী জেলায় সফরের আমন্ত্রণ জানান।

ওই সময় নেতাকর্মিদের উদ্দেশ্য করে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, বৃহত্তর নোয়াখালীর মানুষ আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারে সর্বোচ্চ ভূমিকা রাখবে। তাই সবাইকে কাঁধে কাঁধ রেখে রাজপথে আন্দোলন সংগ্রাম সফল করতে হবে।

এ সময় নোয়াখালী জেলা বিএনপির সদস্য গোলাম মোমিত ফয়সাল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খাঁন, যুবদল নেতা হাফিজ উদ্দিন, নুর হোসেন রায়হান উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ