যুদ্ধের কারণে ইউক্রেনে বাংলাদেশী জাহাজে হামলা, একজন নিহত - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৪৪, বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রজব, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যুদ্ধের কারণে ইউক্রেনে বাংলাদেশী জাহাজে হামলা, একজন নিহত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ২, ২০২২ ৬:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ২, ২০২২ ৬:৩৭ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

যুদ্ধের কারণে ইউক্রেনে আটকে থাকা বাংলাদেশি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধিতে গোলার আঘাতে আগুন ধরে গেছে। এই হামলায় প্রকৌশলী হাদিসুর রহমান নিহত হয়েছেন। তিনি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ওই জাহাজের থার্ড ইঞ্জিনয়ার।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কমডোর সুমন মাহমুদ সাব্বির বুধবার মধ্যরাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, “ওই জাহাজে একটা শেল হিট করেছে। সেখানে কর্মরত থাকা অবস্থায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা গেছেন।

উল্লেখ্য যুদ্ধের কারণে অলভিয়া সমুদ্রবন্দরে ২৯ জন বাংলাদেশি নাবিক নিয়ে আটকে পড়ে জাহাজটি। গত ২১ ফেব্রুয়ারি জাহাজটি তুর্কির এরেগলি থেকে ছেড়ে যায় এবং ২৩ ফেব্রুয়ারি থেকে জাহাজটি ইউক্রেনের অলিভিয়া বন্দর চ্যানেলে নোঙর করা আছে।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com