যুবদল নেতাকে থেকে তুলে নেয়ার অভিযোগ রিজভীর - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৪, সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যুবদল নেতাকে থেকে তুলে নেয়ার অভিযোগ রিজভীর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ৭, ২০২২ ২:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ৭, ২০২২ ২:১৫ অপরাহ্ণ

 

সিনিয়র করেসপন্ডেন্ট

দক্ষিণ কেরানিগঞ্জ থানা যুবদলের সাবেক সহ সভাপতি আরমান হোসেনকে কাশিমপুর কারাফটক থেকে তুলে নেয়ার দুদিন পার হলেও এখনও স্বীকার করছে না আইনশৃঙ্খলা বাহিনী।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, যুবদল নেতা আরমান হোসেন দীর্ঘদিন কারাগারে ছিলেন। উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর রবিবার (৬মার্চ) কাশিমপুর কারাগার-১ থেকে সে মুক্তি পেয়ে জেল গেটে বের হলেই সাদাপোশাকে প্রশাসনের পরিচয় দিয়ে একদল লোক তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এখন পর্যন্ত তার কোন খোঁজ পাচ্ছে না পরিবার। তাকে কোন থানায় হস্তান্তর করেনি আদালতেও হাজির করা হয়নি।

তিনি আরও বলেন, গুম হওয়া যুবদল নেতা আরমানের পরিবারের সদস্যদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। আরমান হোসেন আইনশৃঙ্কলাবহিনীর হাতেই রয়েছে। অবিলম্বে তাকে পরিবারের কাছে হস্তান্তর করার দাবি জানান রিজভী।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ