যুব মহিলা লীগ নেত্রী বিথি গ্রেপ্তার - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৫২, শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যুব মহিলা লীগ নেত্রী বিথি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ৯, ২০২৫ ১:১৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ৯, ২০২৫ ১:১৫ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

কুমিল্লার দেবীদ্বারে জুলাই-আগস্ট আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে করা মামলায় কুমিল্লা উত্তর জেলা যুব মহিলা লীগের সদস্য তানিয়া সুলতানা বিথিকে গ্রেপ্তার করছে পুলিশ।

শনিবার (৮ মার্চ) দুপুরে দেবিদ্বারের ছোট আলমপুর মাস্টার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিথি আলমপুর মাস্টার বাড়ির মোখলেছুর রহমানের মেয়ে। তিনি স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রাজ্জাক রুবেল হত্যাসহ একাধিক মামলার আসামি।

পুলিশ জানায়, গত বছরের ৪ আগস্ট আন্দোলনে নিহত আব্দুর রাজ্জাক রুবেল ও ৫ আগস্ট আমিনুল ইসলাম সাব্বির হত্যাসহ মোট ছয়টি মামলার আসামি বিথি। ৪ আগস্ট ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার সঙ্গে তার সরাসরি যুক্ত থাকার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় তার।

আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বিথি আত্মগোপনে ছিলেন। আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দেবীদ্বার থানার উপপরিদর্শক (এসআই) মাজারুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বিথিকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেন। তিনি সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের সক্রিয় সমর্থক ছিলেন।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াস বলেন, তানিয়া সুলতানা বিথিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ