যেখানে বাধা আসবে, সেখানেই লড়াই হবে : ইশরাক হোসেন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, মার্চ ৪, ২০২২ ৭:৫৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, মার্চ ৪, ২০২২ ৭:৫৬ পূর্বাহ্ণ
সিনিয়র করেসপন্ডেন্ট
যেখানে বাধা আসবে, সেখানেই লড়াই হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
তিনি বলেন, ‘সরকারকে টেনে-হিঁচড়ে গদি থেকে নামানো হবে। এ সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না, হবে না।’
শুক্রবার (৪ মার্চ) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনুর মুক্তির দাবিতে এ কর্মসূচি করা হয়।
নেতাকর্মীদের উদ্দেশে ইশরাক বলেন, ‘আপনারা ভয় পাবেন না, কয়েকদিন পর আমরা কারাগারের মূল ফটকে সবাইকে নিয়ে হাজির হবো এবং কারাগারের ফটক ভেঙে সব রাজবন্দিকে মুক্ত করে আনবো।’
মানববন্ধনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির, ঢাকা উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আযাদ, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।