যে উন্নয়নে দেশের মানুষ না খেয়ে মরে সে দেশের উন্নয়ন টিকবে না: মেনন – জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:২৩, বৃহস্পতিবার, ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ১লা রমজান, ১৪৪৪ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যে উন্নয়নে দেশের মানুষ না খেয়ে মরে সে দেশের উন্নয়ন টিকবে না: মেনন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ১৮, ২০২৩ ১০:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ১৮, ২০২৩ ১০:২৮ অপরাহ্ণ

 

বরিশাল প্রতিনিধি
বাংলাদেশের ওয়াকার্স পার্টির কেন্দ্রীয় সভাপতি কমরেড রাসেদ খান মেনন এমপি বলেছেন, আজ সরকারের লুটেরা দলের সদস্যরা দেশের সম্পদ লুট করে বেগম পাড়ায় বাড়ি করে এখন আর জয় বাংলা বলে না। তারা এখন বলে ইনজয় বাংলা। আগে আমার দেশের মানুষ বাজারে গিয়ে কেজিমূলে মাংস কিনে আনত এখন তাদের কাছে সেই মাংসের স্বাদ হারাম হয়ে গেছে।

শনিবার (১৮) মার্চ বিকালে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে বাংলাদেশ ওয়াকার্র্স পাটি বরিশাল জেলা কমিটির আয়োজনে বরিশাল বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।

মেনন বলেন, ‘এখন দেশের মানুষের কাছে পদ্মাসেতু ও জয়বাংলার কথা শুনে তাদের পেট ভরে না। আজকে আপনার চাটার দল দেশের সকল সেক্টরের সম্পদ লুণ্ঠন করে শেষ করে দিয়েছে।’

মেনন আরও বলেন, ‘প্রধানমন্ত্রী আপনি উন্নয়নের কথা বলেন যে উন্নয়নে দেশের মানুষ না খেয়ে মরে সে দেশের উন্নয়ন টিকবে না। আইয়ুব খানও এ দেশে উন্নয়ন করেছে তা টেকে নাই।’

এ সময় মেনন বিএনপিকে বলেন, ‘আপনারা নিবার্চন করবেন কিনা তা আপনাদের ব্যাপার তার জন্য নিবার্চন বসে থাকবে না। এখনও সময় আছে সংঘাতের পথ ত্যাগ করে সমঝোতার পথে ফিরে এসে একটি সুন্দর নিবার্চনের পথ বের করি।’

তিনি সেতু মন্ত্রীকে বলেন, ‘কথায় কথায় বলেন খেলা হবে। খেলা একটাই হবে যাতে করে জনসাধারণ নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে তাহলে ১৪ দল জোটে থাকবে।’

এ সময় তিনি সরকারকে বলেন, ‘১৪ দলকে শক্তিশালি করেন। যদি না করেন তাহলে একবার পিছনের দিকে তাকান একমাত্র ৭৩ সালের নিবার্চন ছাড়া একা কিছুই করতে পারেন নাই। জাতি কিন্তু আপনাদের ছাড়বে না।’

বরিশাল ওয়াকার্স পার্টির জেলা সভাপতি অধ্যাপক নজরুল হক নিলুর সভাপতিত্বে ও ওয়াকার্স পার্টির বরিশাল জেলা সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অ্যাড. শেখ টিপু সুলতানের সঞ্চলনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য মোস্তফা লুৎফুল্লাহ (এমপি), কেন্দ্রীয় পলিট ব্যুরো সদস্য কমরেড আমিনুল ইসলাম গোলাপ, টি এম শাহজাহান।

এ সময় আরও বক্তব্য রাখেন বরিশাল জেলা কৃষক নেতা মোজাম্মেল হক ফিরোজ, তালুকদার মো. শাহজাহান, অনিমেষ হালদার, ফায়জুল হক ফারদিন ও নিরব হোসেন।

এর পূর্বে বলিশাল জেলা ও বিভাগের বিভিন্ন জেলা থেকে লাল পতাকা নিয়ে ওয়াকার্স পার্টির নেতা কর্মীরা রৌদ্র উপেক্ষা করে শহীদ মিনারের সমাবেশে অংশগ্রহণ করেন।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com