রক্তস্নাত গাজা : জাফর পাঠান - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:১১, বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রক্তস্নাত গাজা : জাফর পাঠান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ১৩, ২০২৩ ৭:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ১৩, ২০২৩ ৭:৩২ অপরাহ্ণ

 

মাতৃভূমি গাজায়, বহে রক্তলাল-তপ্ত রক্ত
কম্পমান, টুকরো টুকরো মগজ উৎক্ষিপ্ত।
বিরান- ছড়ানো ছিটানো অঙ্গপ্রতঙ্গ নিয়ত
ছড়িয়ে ছিটিয়ে অফুরান, রক্তাক্ত হতাহত।

ক্ষত-বিক্ষত শিশু কোলে- বিক্ষুব্ধ চিত্ত বাবার
মৃত সন্তানকে আঁকড়িয়ে মা কেঁদে জারেজার।
নিয়েছে কোথাও- বাবা ও মা চীরদিনের ছুটি
অবুঝ ভয়ার্ত শিশুর, অসহায় ছোটাছুটি।

বয়ে চলেছে নিত্য- শত শত রক্তের নহর
বুক ফুঁড়ে গাজার- রক্তখেকো ইহুদী বহর।
যত ক্রন্দন-যত রক্ত, যত ফিলিস্তিনি লাশ
তত প্লিত-তত তৃপ্ত, তত উল্লসিত খান্নাস।

বুঝে গেছে মানবেরা, এরা যে বন্য পশুজাত
রক্ত নেশায় উম্মত্ত এরা, দিন-রাত- প্রভাত,
মানে নাকো আইন-কানুন, জন্মটা যে কসুর
এরা-ই এই বসুধার- বাস অযোগ্য অসুর।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ