রাসেলস ভাইপার সাপ না মারার আহ্বান প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জুন ২৬, ২০২৪ ১২:২২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জুন ২৬, ২০২৪ ১২:২২ পূর্বাহ্ণ
জনতার আওয়াজ ডেস্ক
পরিবেশের স্বার্থে রাসেলস ভাইপার সাপ না মারার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভয় পেলে মানুষকে ভয় পেতে হবে, পশু বা সাপকে নয়।
তিনি বলেন, ‘কোনো প্রাণী বা সাপ কখনো অযথা কোনো মানুষকে আক্রমণ করে না। ভয় না পেলে বা আক্রান্ত হওয়ার ভয় না থাকলে তারা মানুষের কোনো ক্ষতি করে না।’
মঙ্গলবার (২৫ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাম্প্রতিক ভারত সফর নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
জ্যেষ্ঠ সাংবাদিক শাইখ সিরাজ তার প্রশ্নে বলেন, রাসেলস ভাইপার দেশে ছড়িয়ে পড়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আতঙ্ক ছড়িয়েছে। এ বিষয়ে সচেতনতা বাড়াতে সরকার কোনো পদক্ষেপ নেবে কি না।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, বাস্তুসংস্থানের ভারসাম্য রক্ষায় জীব-জন্তুর গুরুত্ব অপরিসীম। দেশে রাসেলস ভাইপার ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে জনগণকে সতর্কতার সাথে চলাচলের পরামর্শও দেন তিনি।
বর্তমানে রাসেলস ভাইপার সাপটি আশঙ্কাজনকভাবে দেশে ছড়িয়ে পড়ায় এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গল্প ভাইরাল হচ্ছে। এমনকি এই সাপটিকে মেরে ফেলার জন্য পুরস্কারও ঘোষণা করেছিলেন কিছু জনপ্রতিনিধি।
সূত্র : ইউএনবি