রাহুল বাসফোরের হত্যাকারিদের ফাঁসির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:০১, রবিবার, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাহুল বাসফোরের হত্যাকারিদের ফাঁসির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ১৩, ২০২২ ১১:১৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ১৩, ২০২২ ১১:১৮ পূর্বাহ্ণ

 

আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার পুরাতন জজ কোর্ট এলাকার বাসিন্দা হরিজন সম্প্রদায়ের প্রদীপ বাসফোরের সন্তান রাহুল বাসফোরকে কুড়িগ্রামে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
রোববার (১৩ মার্চ) বিকেলে গাইবান্ধা প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আগে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বাংলাদেশ হরিজন্য ঐক্য পরিষদ জেলা শাখা এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
পরে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন শিশু কিশোর মেলার নেত্রী মাসুদা আক্তার, হরিজন সম্প্রদায় জেলা সভাপতি কির্ত্তন বাসফোর, সাধারণ সম্পাদক সন্তোষ বাসফোর, উপদেষ্টা দিলিপ বাসফোর, বাংলাদেশ বাসফোর (হরিজন) কল্যাণ পরিষদের সন্তোষ বাসফোর, হরিজন ঐক্য পরিষদের দীলিপ বাসফোর, অন্তর বাসফোর, মৌ বাসফোর, বাসফোর কল্যাণ পরিষদের সোহেল বাসফোর, দয়াল ডোম, রাজেশ বাসফোর, নিহত রাহুলের মা পারুল বাসফোর, বাবা প্রদীপ বাসফোর প্রমুখ।
বক্তারা বলেন, গত ৬ মার্চ গাইবান্ধা স্বাধীনতা প্রাঙ্গণ হরিজন পল্লীর বাসিন্দা রনি বাসফোরের বিয়ের অনুষ্ঠানে বরযাত্রী হিসেবে রাহুল বাসফোরসহ অন্যান্যরা কুড়িগ্রামে যায়। বিয়ের পরদিন ৭ মার্চ সকালে নাচ গানের অনুষ্ঠান চলাকালে কনে পক্ষের লোকজনের সাথে বর পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে কুড়িগ্রামের জগদীশ বাসফোরের ছেলে সন্ত্রাসী বিজয় বাসফোর বর পক্ষের রাহুল (১৫) কে ছুরিকাঘাত করে। ফলে ঘটনাস্থলেই রাহুল বাসফোরের মৃত্যু হয়। পরে নিহত রাহুলের বাবা প্রদীপ বাসফোর ৬ জনকে আসামি করে কুড়িগ্রাম সদর থানায় মামলা দায়ের করলে প্রধান আসামি বিজয় বাসফোরকে পুলিশ গ্রেফতার করলেও অন্য আসামিদের এখনও গ্রেফতার করা হয়নি। বক্তারা অবিলম্বে দ্রুত সকল আসামিদের গ্রেফতার করে তাদের ফাঁসির দাবি জানান।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com