রুগ্ন চা শিল্পের শ্রমিকদের দুর্দশা লাঘবে উদ্যোগ নেবে বিএনপি: মুক্তাদির - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২২, শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রুগ্ন চা শিল্পের শ্রমিকদের দুর্দশা লাঘবে উদ্যোগ নেবে বিএনপি: মুক্তাদির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ২২, ২০২৫ ৮:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ২২, ২০২৫ ৮:০১ অপরাহ্ণ

 

প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, চা শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সামাজিক, অর্থনৈতিক ও পারিবারিক বৈষম্যের শিকার হয়ে তারা দুর্বিষহ জীবনযাপন করছে। রুগ্ন চা শিল্পের শ্রমিকদের মানবেতর জীবন থেকে মুক্তি দিতে বিএনপি যথাযথ উদ্যোগ গ্রহণ করবে।

শনিবার (২২ মার্চ) সিলেট সদর উপজেলার বিভিন্ন চা বাগানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এক হাজার ছয় শত চা শ্রমিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সিলেট জেলা ভ্রমণ প্যাকেজ

তিনি আরও বলেন, “প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন জরুরি, বিশেষ করে নারী শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজন। টেকসই উন্নয়নের লক্ষ্যে শ্রমিকদের সম্মানজনক বেতন কাঠামো, উন্নত আবাসন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। তাদের দৈনিক মজুরি অত্যন্ত কম, আবাসন ব্যবস্থা অনুন্নত, চিকিৎসাসেবা অপ্রতুল, এমনকি অনেক ক্ষেত্রে নিয়মিত মজুরিও তারা পান না। এসব সংকটে বিএনপি শ্রমিকদের পাশে থাকবে এবং তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি।সিলেট জেলা ভ্রমণ প্যাকেজ

তিনি বলেন, “বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য। বন্যা, খরা কিংবা সংকট সবসময় আমরা সাধারণ মানুষের পাশে থাকি। চা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সরকার, মালিকপক্ষ ও শ্রমিক সংগঠনকে একযোগে কাজ করতে হবে।”

খাদিমনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক কোহিনূর আহমেদ ও আবুল কাশেম, বিমানবন্দর থানা বিএনপির সদস্য সচিব সরোয়ার রেজা, সাবেক ছাত্রদল নেতা মুস্তফা কামাল পাশা মওদুদ, জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক মাহবুব আলম, মহানগর বিএনপির সহ-স্থানীয় সরকার সম্পাদক মিনহাজ পাঠান, দিলোযার হোসেন (চেয়ারম্যান), কবির আহমদ, আবু হানিফ, করছ উদ্দিন, জহির উদ্দিন, সাইদুর রহমান, সুরমান আলী, আপ্তাব উদ্দিন, ঈমাম উদ্দিন, আলাল আহমদ, সামিম আহমদসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ