লক্ষ্যভেদী কিংবদন্তি : শহীদুল্লাহ ফরায়জী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, এপ্রিল ১২, ২০২৩ ১১:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, এপ্রিল ১২, ২০২৩ ১১:৫৪ অপরাহ্ণ

(ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর স্মরণে)
অস্তিত্ব জুড়ে যার
মানুষ কেবল মানুষ
যেন মানুষের গ্রন্থাগার,
সমগ্র জীবনের বিচারে
কোন অপচয় হয়নি তাঁর
বিশাল উজ্জ্বল তরবারি
মানব সভ্যতার।
প্রাণ শক্তির জ্বলন্ত আগুন
দেবদূত যেন মানবতার
অসমাপ্ত লড়াই সমাপ্তহীন অভিযান
যেন ইলিয়াডের মহাকাব্যিক
আত্মবিশ্বাসী হোমার।
স্বপ্ন দেখা, স্বপ্নের দাবি
মানুষের স্বপ্ন পূরণে
রণহুংকার বারবার,
সূর্যের নীচে কত আয়োজন
সব স্বপ্ন দখলে রাখার।
বীরের বীরত্ব কীর্তি অপার
মহত্তম মানুষ
মৃত্যুতেও ক্ষয় নেই যার।
faraizees@gmail.com
জনতার আওয়াজ/আ আ
