লজ্জাজনক : শহীদুল্লাহ ফরায়জী – জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩৮, সোমবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

লজ্জাজনক : শহীদুল্লাহ ফরায়জী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, এপ্রিল ১৭, ২০২৩ ১:৫৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, এপ্রিল ১৭, ২০২৩ ১:৫৮ পূর্বাহ্ণ

 

আমি কতোকিছু
দুমড়ে মুচড়ে দিতে পারি
কারো অস্তিত্ব ভেঙ্গে
চুরমার করে দিতে পারি
কিন্তু এক টুকরো সত্যের বসতি
কোথাও স্থাপন করতে পারিনি।

জিঘাংসা ধরে রাখতে পারি
চরম নিষ্ঠুরতাসহ
সাত-সমুদ্র পশুত্ব ধরে রাখতে পারি
কিন্তু কণা পরিমাণ মনুষ্যত্ব
ক্ষণকাল ধরে রাখতে পারিনি।

সাগরের গভীরতা মাপি
নক্ষত্রের দূরত্ব মাপি
কথায় কথায় সঙ্গীতের উচ্চতা মাপি
কিন্তু কোনদিন
আমার ‘আমি’কে মাপতে পারিনি।

আযানের পবিত্র ধ্বনি শুনি
নিস্তব্ধতার উচ্ছ্বাস শুনি
ভেঙ্গে যাওয়া হৃদয়ের
আহাজারি শুনি
অথচ এক মুহুর্তও
আত্মার ক্রন্দন ধ্বনি শুনতে পারিনি।

অন্তহীন আকাশের নগ্নতা দেখি
প্রার্থনায় নত মস্তকের ভন্ডামি দেখি
বিরহী নারীর বুকে
উপচে পড়া অশ্রু দেখি
কিন্তু একবারও
আমার হীনমন্যতা দেখিনি।

কতো মাথা গিলোটিনে ছিন্ন হলো
কতো মহাত্মা ক্রুশবিদ্ধ হলো
অথচ আমার বিবেক একবারও
রক্তাক্ত হলো না।

faraizees@gmail.com

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ