লন্ডনে কমিউনিটি নেতৃবৃন্দের হুঁশিয়ারি সিলেট ওসমানী বিমানবন্দকে পূর্ণাঙ্গ বিমান বন্দর না করলে বিমান বয়কটের ডাক - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:১৮, বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

লন্ডনে কমিউনিটি নেতৃবৃন্দের হুঁশিয়ারি সিলেট ওসমানী বিমানবন্দকে পূর্ণাঙ্গ বিমান বন্দর না করলে বিমান বয়কটের ডাক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, অক্টোবর ২, ২০২৪ ৪:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ২, ২০২৪ ৪:০৯ অপরাহ্ণ

 

আরিফ মাহফুজ , লন্ডন থেকে
সিলেট ওসমানী বিমান বন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দর ও অন্যান্য এয়ার লাইন্স অবতরণের দাবীতে কমিউনিটি নেতৃবৃন্দকে নিয়ে এক জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
গত ৩০ সেপ্টেম্বর ২০২৪ ইং পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডস্থ কমিউনিটি সেন্টারে
সাপ্তাহিক বাংলা পোষ্ট পত্রিকার অনারারী চেয়ারম্যান সআলহাজ্ব শেখ মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে এবং কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী ও মোহাম্মদ আব্দুর রবের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট গণদাবী পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মোঃ শফিকুর রহমান। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক মোহাম্মদ মোস্তফা,বাংলাদেশ জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক খান জামাল নূরুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী অধিকার পরিষদের সভাপতি জামান সিদ্দিকী , সাবেক মেয়র কাউন্সিলার ফারুক চৌধুরী ,সাবেক মেয়র ও কাউন্সিলার ছয়ফুল আলম ,গোল্ডেন ড্রিমসের সভাপতি মিসেস কামরুন্নেছা খানম শোভা মতিন ,ব্রিকলেন ট্রাস্টের সভাপতি শাহ মুনিম ,সময় সম্পাদক বিশিষ্ট সাংবাদিক সাঈদ চৌধুরী ,জাতীঁয় পার্টির নেতা মোঃ আজম আলী, কমিউনিটি নেতা শেখ ফারুক আহমদ ,গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা খন্দকার সাঈদুজজামান সুমন, দৈনিক জালালাবাদ পত্রিকার অন্যতম পরিচালক শাহ শেরওয়ান কামালী ,গ্রেটার সিলেট কাউন্সিল ফ্রান্সের সভাপতি হাজী মোহাম্মদ হাবিব ,সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতা হাজী ফারুক মিয়া ,রেনেসাঁ সাহিত্য মজলিস ইউকের সাধারন সম্পাদক কবি শিহাবুজ্জামান কামাল ,দক্ষিণ সুনামগন্জ উন্নয়ন সংস্থার সাবেক সম্পাদক আনোয়ার হোসেন ,সাংবাদিক ড: আজিজুল আম্বিয়া ,কমিউনিটি সংগঠক ইউসুফ জাকারিয়া খান ,সাংবাদিক আমিনুর রশীদ ,গহরপুর ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল মিয়া,আব্দুস শহিদ, জমির হোসেন, কমর আলী, এডভোকেট আরিফ আহমদ, শরিফ উদ্দিন, হরোফ খান, মোঃ জিতু মিয়া ,সৈয়দ মামুন আহমদ, প্রমুখ । সভায় বক্তারা বলেন ,প্রত্যেক সরকার সিলেট বাসীর প্রতি বৈষম্যমূলক আচরন করেছে ।বিগত ২২বছরেও সিলেট ওসমানী বিমান বন্দরকে পূর্ণাঙ্গ আর্ন্তজাতিক বিমান বন্দর করা হয়নি ।বিমান ছাড়া অন্যান্য এয়ার লাইন্স অবতরণের কোন সুযোগ দেওয়া হচ্ছেনা।সিলেট অন্চলের প্রবাসী যাত্রীদের জিম্মী করে বিমান অত্যধিক ভাড়া নিচ্ছে ।ফলে পরিবার পরিজন নিয়ে প্রবাসীরা বাংলাদেশে যেতে পারছেন না ।২০২০ সালে ওসমানী বিমান বন্দরে শুরু করা নতুন টারমিনাল ভবনের কাজ আজ পর্যন্ত শেষ হয়নি ।
বক্তারা অনতিবিলম্বে ওসমানী বিমান বন্দরে কাতার ,তুরস্ক ,সাউদিয়া ও বৃটিশ এয়ার ওয়েজসহ অন্যান্য এয়ারলাইনের ফ্লাইট চালুর দাবী জানান ।সিলেটবাসীর এ ন্যায়সঙ্গত দাবী না মানলে বিমান ও সোনালী ব্যাংক বয়কটসহ অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হতে পারে ।
সভায় অন্তর্বর্তীকালীন সরকার সমীপে সরাসরি ডেলিগেশন প্রেরণ ও দেশে বিদেশে আন্দোলন জোরদার করার সিদ্ধান্ত হয় ।
উক্ত সভায় সিলেট ওসমানী বিমান বন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দর বাস্তবায়ন কমিটি নামে একটি ক্যাম্পেইন কমিটি গঠন করা হয়।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com