লন্ডনে বিশ্বনাথের বাউসী কাশিমপুর হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের সভা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, মে ২৪, ২০২৩ ৮:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, মে ২৪, ২০২৩ ৮:৩২ অপরাহ্ণ

আব্দুল হামিদ খান সুমেদ:-যুক্তরাজ্যে বসবাসরত বিশ্বনাথ উপজেলার বাউসী কাশিমপুর হাই স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী পুনর্মিলনী আয়োজনের লক্ষ্যে এক আলোচনা সভা ২২ মে ২০২৩ ইং সোমবার ইস্ট লন্ডনের সোনারগাঁ রেস্টুরেন্টে অনুষ্টিত হয় |
উক্ত প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষক জনাব আব্দুল মুকিত মাস্টারের সভাপতিত্বে অনুষ্টিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও উম্মুক্ত আলোচনা করেন শেখ মোদাব্বির হোসেন মধু,আব্দুস শহীদ(হারুন)আনর মিয়া(শাহজাহান),এম তানবীর আহমদ,মুহিত মিয়া(সুফিয়ান), মাহফুজুর রহমান(রিপন),সরফরাজ খান (চপল)হাসিম আহমদ,এমদাদুল হক সিকদার,লোকমান হোসেন,আব্দুল কাইয়ুম,শামীম আহমদ,ফখরুল ইসলাম, মিজানুর রহমান,নিজাম উদ্দীন,তারেক আহম্মেদ,রাশিদ আহমেদ,সাজু মিয়া, বাবুল মিয়া,এনামুল হক এনাম,নুরুল আলম প্রমুখ|
১৯৭১ সালে প্রতিষ্টিত স্কুলের অর্ধ শতাব্দী অতিক্রম করেছে|দীর্ঘ এই পরিক্রমায় হাজার হাজার ছাত্রছাত্রী পড়ালেখা করেছেন,যার এক বড় অংশ যুক্তরাজ্যে বসবাস করছেন| উক্ত পুনর্মিলনীতে সর্বোচ্চ সংখ্যক উপস্থিতি নিশ্চিত করতে পরবর্তি প্রস্তুতি সভা আগামী ১০জুলাই ২০২৩ সোমবার অনুষ্টিত হবে |
জনতার আওয়াজ/আ আ
