লিডার আসছে : ইথুন বাবু – জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০৬, শুক্রবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

লিডার আসছে : ইথুন বাবু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১৮, ২০২৩ ৭:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১৮, ২০২৩ ৭:০৭ অপরাহ্ণ

 

ঢংঢং ঢংঢং ঘন্টা বাজছে
উথাল পাথাল আকাশটাতে মেঘ জমছে
দোয়েল কোয়েল শ্যামা ঘুঘু ডাক দিচ্ছে
জনগণ জাগছে জনগণ বলছে
আসছে ওই আসছে
লিডার আসছে
লিডার আসছে।।
ভনভন ভনভন দেশটা ঘুরছে
বিজয়ের পতাকাটা আকাশে উড়ছে
দোয়েল কোয়েল শ্যামা ঘুঘু ডাক দিচ্ছে
জনগণ জাগছে জনগণ বলছে
আসছে ওই আসছে
লিডার আসছে
লিডার আসছে।।
ঢংঢং ঢংঢং ঘন্টা বাজছে
উথাল পাথাল আকাশটাতে মেঘ জমছে
দোয়েল কোয়েল শ্যামা ঘুঘু ডাক দিচ্ছে
জনগণ জাগছে জনগণ বলছে
আসছে ওই আসছে
লিডার আসছে
লিডার আসছে।।
হো হো হো হো হো।।
লাল সবুজের দেশটা যাবে কোন পথে
ফয়সালাটা এবার হবে রাজপথে
আন্দোলন চলছে গণজোয়ারে ভাসছে
বিশ্ববাসী বিজয়ের গান শুনছে
কালসাপ গুলো গণতন্ত্র চিবিয়ে খাচ্ছে
বস্তা ভর্তি আবর্জনা খুব জমেছে
উদ্ধার হবে গণতন্ত্র উদ্ধার হবে দেশ
মহাজনেরা থর থর করে কাঁপছে
জনগণ জাগছে জনগণ বলছে
আসছে ওই আসছে
লিডার আসছে
লিডার আসছে।।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ