লিলির নেতৃত্বে সতর্ক অবস্থানে যুব মহিলা লীগের নেতাকর্মীরা - জনতার আওয়াজ
  • আজ রাত ১:২৪, শুক্রবার, ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

লিলির নেতৃত্বে সতর্ক অবস্থানে যুব মহিলা লীগের নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ৩১, ২০২৩ ২:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ৩১, ২০২৩ ২:১৭ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রতিবাদে ও নাশকতা ঠেকাতে যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলির নেতৃত্বে ৩৫ জন নেতাকর্মীকে মহানগর দক্ষিণ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান নিতে দেখো গেছে। তবে এসময় যুব মহিলা লীগের সভাপতিকে ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে দেখা যায়নি।

সরেজমিনে দেখা যায়, বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের প্রতিবাদে অবস্থান নিতে বেলা ১১টা ৫২ মিনিটে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি ৩৫ জন নেত্রীকে নিয়ে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অফিসের সামনের অবস্থান করেন।

এসময় নেত্রীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ প্রাঙ্গণ।

এর আগে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী ও যুবলীগের নেতাকর্মীরা তার পাশে সর্তক অবস্থান করেন। এসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুন ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী প্রমুখ।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ