শরীয়তপুরে আওয়ামীলীগের ৩২ নেতাকর্মী জেল হাজতে
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, অক্টোবর ২, ২০২৪ ৯:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, অক্টোবর ২, ২০২৪ ৯:১৯ অপরাহ্ণ
শরীয়তপুর প্রতিনিধি
গত জুলাই আগষ্টের ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী স্বৈর শাসনের পতনের পর বিএনপি কর্মীরা সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখার জন্য হিন্দ্রদের মন্দির ও বাড়ি ঘর পাহারা দিয়ে রক্ষা করার চেষ্টা করছিল। এমন সময় গত ৮ আগষ্ট সকাল অনুমান ৯ টায় ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর এলাকায় দাসবাড়ি মন্দিরে কতিপয় বিএনপির নেতা কর্মীরা পাহারা দিচ্ছিল। এ সময় আওয়ামীলীগের কতিপয় নেতা কর্মী দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে তাদের কে ভয় দেখিয়ে সরে যেতে বলে। সন্ত্রাসীরা মন্দির ভাংচুর করতে চায়। এ সময় আওয়ামীলীগ নেতা দলিল লিখক সমিতির সভাতি আঃ জব্বার রাঢির হুকুমে সন্ত্রাসীরা বিএনপির নেতা কর্মীদের উপর হামলা করে তাদেরকে আহত করে। এ ঘটনায় কয়েকজন আহত হয়। এ ঘটনায় মেহেদী হাসান বাদী হয়ে ৪৬ জনকে আসামী করে শরীয়তপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করে। এ মামলায় বিচারক ভেদরগঞ্জ থানাকে এজাহার হিসেবে গন্য করার জন্য নির্দেশ দেয়। গতকাল বুধবার এ মামলায় আসামীরা আদালতে হাজিরা দিতে গেলে আদালতের বিচারক ৩২ জনের জামিনের আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠায়।
এ ব্যাপারে বাদী পক্ষের আইনজীবি মনোয়ার হোসেন বলেন, বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে মন্দির পাহারা দেয়। এ সময় আওয়ামী সন্ত্রাসীরা হামলা করে কয়েকজন বিএনপি নেতা কর্মীকে আহত করেছে। এ মামলায় ৩২ জনকে জেল হাজতে পাঠানো হয়েছে।