শরীয়তপুরে সরকারী গাছ কর্তন, গাছ জব্দ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:২৭, বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শরীয়তপুরে সরকারী গাছ কর্তন, গাছ জব্দ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুন ২৭, ২০২৪ ৬:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুন ২৭, ২০২৪ ৬:৩৩ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের গয়ঘর গ্রামে ডোমসার গঙ্গানগর রাস্তার পাশে একটি বিশাল আকৃতির রেন্ট্রি কড়াই গাছ স্থানীয় এক প্রভাবশালী আবদুল জব্বার সরদার জোর পূর্বক কর্তন করে নিজে আতœসাতের চেষ্টা করছে। গত মঙ্গলবার প্রকাশ্য দিবালোকে এ গাছটি কর্তন করেছেন। গাছ কর্তন করতে স্থানীয় ইউপি চেয়ারম্যান আঃ মান্নান ভাষানী বারন করলে ও প্রভাবশালী আঃ জব্বার সরদার কোন তোয়াক্কা না করে গাছ কেবটে নিজের বাড়িতে নেয়ার চেষ্টা করে। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন কে অবহিত করা হলে তিনি তাৎক্ষনিক সহকারী কমিশনার ভুমি কে ঘটনাস্থলে পাঠিয়ে গাছটি জব্দ করেন। অচিরেই গাছটি নিলামে বিক্রি করা হবে। একই সাথে গাছ কাটার দায়ে জব্বার সরদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করছেন বলে জানিয়েছেন।
এ ব্যাপারে স্থানীয় মন্তেজা বিবি বলেন, জব্বার সরদার জোর পূর্বক আমাদেও বাড়ির সামনে থেকে সরকারী রাস্তার পাশে সৃজিত রেন্টি কড়াই গাছ কেটে নেয়ার চেষ্টা করে।যার আনুমানক মূল্য ২০ হাজার টাকা হবে। আমরা বাধা দিলে সে বাধা মানেনি। চেয়ারম্যান বাধা দিলে ও সে কোন তোয়াক্কা করেনি।
এ ব্যাপারে আঃ জব্বার সরদার বলেন,আমি আমার জমির থেকে গাছ কেটেছি ঘরের ফার্নিচার করার জন্য। আমি সরকারী গাছ কর্তন করিনি।
এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে সহকারী কমিশনার ভুমি নাফিস এলাহীকে ঘটনাস্থলে পাঠিয়ে গাছ জব্দ করা হয়েছে। গাছ নিলামে বিক্রি করে সরকারী কোষাগাওে টাকা জমা দেয়া হবে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ