শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জানুয়ারি ১০, ২০২৪ ২:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জানুয়ারি ১০, ২০২৪ ২:২৭ অপরাহ্ণ

শরীয়তপুর প্রতিনিধি
কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।মঙ্গলবার (৯ জানুয়ারি) দিনগত রাত ১টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডবিøউটিসি ঘাট কর্তৃপক্ষ।বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডবিøউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ম্যানেজার মোঃ ইকবাল হোসেন।মোঃ ইকবাল হোসেন বলেন, মঙ্গলবার রাতে নদী ও আশপাশের এলাকাজুড়ে প্রচন্ড কুয়াশার দেখা দেয়। ধীরে ধীরে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নদীপথে দুর্ঘটনা এড়াতে রাত ১টা থেকে এই নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে কোনো ফেরি নদীতে আটকা পড়েনি। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলেও জানান তিনি।
জনতার আওয়াজ/আ আ
