শরীয়তপুরে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:১১, বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শরীয়তপুরে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ১০, ২০২২ ১০:১১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ১০, ২০২২ ১০:১১ পূর্বাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি:
তেল, গ্যাস, পানি, বিদ্যুৎ সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির’ প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুর জেলা কৃষক দলের বিক্ষোভ মিছিল করা হয়েছে। বৃস্পতিবার (১০ মার্চ) বেলা ১১ টায় শরীয়তপুর কোর্ট এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আইনজীবী সমিতির সামনে গিয়ে শেস করে। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। শরীয়তপুর জেলা কৃষক দলের সভাপতি হাজী বিএম হারুন অর রশীেেদ সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মৃধা নজরুল কবীরের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষক দলের কেন্দ্রীয় সাংগঠনিক (ফরিদপুর বিভাগীয়) সস্পাদক ভিপি এ্যাড. মনিরুজ্জামান খান দিপু। এসময় সমাবেশে শরীয়তপুর জেলা বিএনপির দপ্তর সম্পাদক এ্যাড. কামরুল হাসান, আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এ্যাড. বিএম মনোয়ার হোসেন, জেলা কৃষক দলের সহ-সভাপতি আলী আজগর কাজী, সদর উপজেলার সভাপতি বাবুল খান বাবু, পৌরসভার সভাপতি নুরুল ইসলাম সিকদার, গোসাইরহাট উপজেলার সভাপতি বাকী বিল্লাহ, জাজিরা উপজেলার কাজী জয়নাল, সাধারণ সম্পাদক বাদশা, ডামুড্যা উপজেলার সভাপতি মিজানুর রহমান রিপন, নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ দেওয়ান, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাহবুব আলম খায়ের সহ জেলা, উপজেলা, পৌরসভা সহ বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com