শরীয়তপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:২৭, শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাবান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শরীয়তপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ৯, ২০২২ ৯:২৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ৯, ২০২২ ৯:২৬ পূর্বাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি:
তেল, গ্যাস, পানি, বিদ্যুৎ সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির’ প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল করা হয়েছে। বুধবার (৯ মার্চ) বেলা ১১ টায় শরীয়তপুর স্টেডিয়ামের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে শরীয়তপুর সরকারি কলেজের সামনে গিে শেষ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান আমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাম্মেল মাদবরের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সস্পাদক সফিউদ্দিন সেন্টু। এসময় সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি কাজল মাদবর, সাংগঠনিক সম্পাদক নিজাম মাদবর সহ জেলা, উপজেলা, পৌরসভা সহ বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা বলেন, দ্রব্যমূল্য আজ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এমন কোনো পণ্য নেই যার দাম ১০ থেকে ২০ টাকা বাড়েনি। অবিলম্বে দ্রব্যমূল্যের দাম কমানোর দাবি জানাচ্ছি। আর জনগণের দাবি মেনে নিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জোর দাবি জানাচ্ছি। নচেৎ বিএনপির নেতৃত্বে জনগণ নিয়ে দূর্বার আন্দোলনের কর্মসূচি শুরু করা হবে।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ