শাওনের পোস্টের প্রতিক্রিয়ায় যা বললেন প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, ফেব্রুয়ারি ৪, ২০২৫ ১২:৩৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, ফেব্রুয়ারি ৪, ২০২৫ ১২:৩৪ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী শাওনের একটি আলোচিত পোস্টের প্রতিক্রিয়া জানিয়েছেন প্রেসসচিব শফিকুল আলম।সোমবার (৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে ওই প্রতিক্রিয়া জানান তিনি।
শাওন তার ফেসবুক পোস্টে প্রেস সচিবের একটি ছবি শেয়ার করেন। ছবিতে দেখা গেছে, জনপ্রিয় ক্রিকেটার সাকিবুল হাসানের নির্বাচনী পোস্টার লাগানো একটি স্থানে শফিকুল আলম বসে আছেন। এর ক্যাপশনে ছন্দ মিলিয়ে শাওন লেখেন, ‘সাকিব-শফিক ২ ভাই/আগের কথা ভুলি নাই।’
এই পোস্টের প্রতিক্রিয়ায় প্রেস সচিব বলেন, এটি ভালো সংবাদ যে মেহের আফরোজ শাওন আমার ফেসবুক পোস্টগুলো পড়েন। আমার খুব ভালো লাগে, যখন দেখি কেউ আমার লেখাগুলো খুব মনোযোগের সহিত পড়ে। আমি লিখতে ভালোবাসি। সবচেয়ে বেশি ভালো লাগা কাজ করে, যখন দেখি- আমার প্রতিটি লেখাই মানুষজন পড়ছে।
তিনি আরো বলেন, বাংলাদেশে এখন ভালো কিছু পাঠকের দরকার। যারা পাঠের পরিধি মাও-এর ‘লিটল রেড বুক’ থেকে সকল অঙ্গনে বিস্তৃত করবে। আমি অনেক কিছু নিয়েই লিখেছিলাম। বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন গাজাখোরদের দুর্দশা নিয়ে লিখেছিলাম।
তিনি আরো বলেন, ‘আমার ফেসবুক ওয়ালে সবাইকে স্বাগতম। আমি গত বছর অর্ধ-মিলিয়ন শব্দ লিখেছিলাম। হাজার হাজার ক্যান্ডিড ছবি পোস্ট করেছি (কিছু পেঙ্গুইন শট সহ)। আমি নিশ্চিত যে আমার পোস্ট আপনাকে হতাশ করবে না। তবে আপনাকে যে বিষয়টি আঘাত করতে পারে, তা হলো, আপনি বাংলার কসাই টুংগীপার ওশান্ত সেই মহিলার কোনো কিছু জিনিস পাবেন না।’
জনতার আওয়াজ/আ আ
