শাহবাগে সাঁজোয়া যান নিয়ে প্রস্তুত পুলিশ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জুলাই ১১, ২০২৪ ৫:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জুলাই ১১, ২০২৪ ৫:৩৭ অপরাহ্ণ
জনতার আওয়াজ ডেস্ক
সরকারি চাকরিতে সংস্কারের দাবিতে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির পঞ্চম দিন আজ বৃহস্পতিবার। এদিন বিকেল সাড়ে তিনটায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পূর্বঘোষিত কর্মসূচি শুরু করছেন শিক্ষার্থীরা। ইতোমধ্যেই বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে।
এদিকে বৃহস্পতিবার (১১ জুলাই) রাজধানী শাহবাগে জড়ো হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ও আশপাশে থাকা শিক্ষার্থীরা। যেকোন পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে পুলিশ। শাহবাগ মোড়ে সাঁজোয়া যান নিয়ে কঠোর অবস্থান নিয়েছে তারা।
বিভিন্ন সূত্র বলছে, আজ শাহবাগ মোড়ে শিক্ষার্থীদের নামতে দেবে না পুলিশ। রাস্তা অবরোধ করার চেষ্টা করলে শক্তি প্রয়োগের দিকে যাবে তারা।