শাহরুখ খান হলেন ক্রিকেটার আশরাফুল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জানুয়ারি ২১, ২০২৩ ২:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জানুয়ারি ২১, ২০২৩ ২:৪৬ অপরাহ্ণ

বলিউডে ১৯৯৫ সালে মুক্তি প্রাপ্ত শাহরুখ খান ও কাজল অভিনীত কালজয়ী রোমান্টিক সিনেমা ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’। শাহরুখ-কাজলের এই সিনেমা আজও সাড়া ফেলে রেখেছে।
সিনেমায় শাহরুখ খান আর কাজলের জনপ্রিয় ট্রেনের সেই দৃশ্যটি আজও ভোলেনি মানুষ। দৃশ্যটি আরও একবার স্মরণ করিয়ে দেওয়ার জন্য নির্মিত হয়েছে একটি বিজ্ঞাপন। এতে শাহরুখ আর কাজল চরিত্রে রয়েছে জনপ্রিয় ক্রিকেটার আশরাফুল ও অভিনেত্রী সারিকা।
এই বিজ্ঞাপনে শাহরুখ রূপে একেবারেই ভিন্ন ভাবে দেখা দেবেন আশরাফুল। কাজটি করতে পেরে উচ্ছ্বসিত আশরাফুল ও সারিকা। বিজ্ঞাপনটিতে একটি দৃশ্যে হাজির হবেন ফুড ব্লগার রাফসান দ্যা ছোট ভাই। তিনি শাহরুখ রূপী আশরাফুলকে বাধা সৃষ্টি করেন সারিকার কাছে পোঁছাতে।
এরই মধ্যে ‘ফাইন’ ড্রিংকিং ওয়াটারের বিজ্ঞাপনটি অন্তর্জালে প্রকাশ পেয়েছে। তৌকির রহমান ও রেহানুর রহমানের গল্প ও চিত্রনাট্যে বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন মুনতাসির আকিব।
জনতার আওয়াজ/আ আ
